মণিরামপুর উপজেলার মাদানীনগর মাদ্রাসায় উপজেলার খানপুর ইউনিয়নের ১’শ দরিদ্র পরিবারের মাঝে ইউলিটি ওয়েল ফেয়ার ইউকের অর্থায়নে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ২ কেজি তেল ও ২ কেজি পিয়াজসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে গত রবিবার মাদানীনগর মাদ্রাসায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও মাদানীনগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি মোহম্মাদ ওয়াক্কাস, ইউলিটি বাংলাদেশ প্রতিনিধি মাওঃ আনোয়ার হোসেন চৌধুরী, মুফতি রশিদ, মাওঃ ইয়াছিন, শামছুজ্জামান, ইউছুফ আলী, মানজুর হোসেন, সাইফুল ইসলাম, মণিরামপুর উপজেলার খানপুর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ মুজিবুর রহমান প্রমুখ।