মণিরামপুরে ২ দিনব্যাপী উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় জেলা প্রশাসক ড.হুমায়ুন কবীর ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন। উদ্বোধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কামরুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা ফারভেজ মোল্যার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড.হুমায়ুন কবীর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ মেলায় স্টল বসেছে মোট ২২ টি।