মণিরামপুর উপজেলা নির্বাচন চলাকালে হাজরাকাটি ভোট কেন্দ্রে বোমা হামলা ও ভাংচুরের মামলায় ২০জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা মঙ্গলবার আদালতে এ চার্জশিট দাখিল করেন। অভিযুক্তরা হলো উপজেলার জালঝাড়া গ্রামের শুকুর আলীর ছেলে জামশেদ আলী, ফতেয়াবাদ গ্রামের আমজাদ সরদারের ছেলে লোকমান হোসেন, আব্দুস সালামের ছেলে বাচ্চু আলী, মৃত কাওছারের ছেলে আব্দুর রব বাবু, হাজরাকাটি গ্রামের মুদাচ্ছের আলীর ছেলে মাসুম বিল্লাহ, মৃত রহিম বক্স মোড়লের ছেলে হায়দার আলী মোড়ল, ওলিয়ার রহমানের ছেলে শফিয়ার রহমান, মোহাম্মাদ আলীর ছেলে কুদ্দুস আলী, আতিয়ার রহমানের ছেলে মারুফ হোসেন, কামরুল ইসলামের ছেলে সুমন হোসেন, গোলাম রসুলের ছেলে মাসুদ, দাউদ হোসেনের ছেলে আলমগীর হোসেন, আফসার মোড়লের ছেলে মন্টু হোসেন, সোনাকুড় গ্রামের শহর আলীর ছেলে হাফিজুর রহমান, হরিহরনগর গ্রামের আব্দুস সামাদ দফাদারের ছেলে আব্দুল ফাত্তাহ, গাঙ্গুলিয়া গ্রামের মৃত মোহাম্মাদ আলী গাজীর ছেলে ইব্রাহিম খলিল, দেবিদাসপুর গ্রামের আনার গোলদারের ছেলে আবু তাহের সাগর, আব্দুল হাই ও তার ছেলে রুহুল কুদ্দুস বাবলু। মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৫ মার্চ মাণিরামপুর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন সকাল সাড়ে ১১টার দিকে হাজরাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে একদল সন্ত্রাসী হামলা চালায়। এসময় হামলাকারীরা ৩০ থেকে ৪০টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে ভোট কেন্দ্র দখল করে নেয়। এরপর ব্যালট বক্স ভাংচুর, অগ্নিসংযোগ ও নির্বাচন কর্মকর্তাদের মারপিট করে জখম করে। এ ঘটনায় প্রিজাইডিং অফিসার আলমগীর হোসেন অজ্ঞাত ৩/৪শ’জনকে আসামি করে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাসুম বিল্লাহ তদন্ত শেষে ওই ঘটনার সাথে ২০জনের জড়িত থাকার প্রমাণ পান। এরপর তিনি এ চার্জশিট দাখিল করেন। অভিযুক্তদের মধ্যে ১১জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা।