মণিরামপুরে ছেলের অত্যাচার সইতে না পেরে পুলিশে দিলেন এক পিতা। গত মঙ্গলবার দিবাগত রাতে পৌর শহরের তাহেরপুর গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ তাকে আটক করে। পরে পরদিন বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালত তাকে ১ মাসের সাজা দিয়ে জেলে পাঠায়। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার তাহেরপুর গ্রামের কলেজ শিক্ষক ইউসুফ আলীর কলেজ পড়ুয়া ছেলে তানভীর আহমেদ শাওন (২২) দীর্ঘ দিন ধরে পরিবারের লোকজনের সাথে থারাপ আচারন করে আসছিল। মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের কাছে টাকা চাইলে দিতে অস্বীকার যাওয়া সে ক্ষিপ্ত হয়ে তার স্ত্রী ও পিতাকে মারধর করে। এ ঘটনায় তার পিতা ইউসুফ থানায় ফোন করে বিষয়টি খুলে বলেন। খবর পেয়ে ওই দিন রাতে পুলিশ শাওনকে আটক করে থানায় নিয়ে আসে। বুধবার দুপুরে মণিরামপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামানের ভ্রাম্যমান আদালত শাওনকে এক মাসের সাজা দেন। শাওনের পিতা ইউসুফ আলী জানিয়েছেন, ছেলের কারণে তিনি পূর্বেও ৫০ হাজার টাকা জরিমানা দিয়েছেন।