ঢাকাশনিবার , ২৭ সেপ্টেম্বর ২০১৪
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপের সেরা একটি আয়োজন করতে সক্ষম হবে কাতার

admin
সেপ্টেম্বর ২৭, ২০১৪ ১০:১০ পূর্বাহ্ণ
Link Copied!

01-Quter-World-Cup-Logo-2022-700x352

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেছেন, ‘বিশ্বকাপের সেরা একটি আয়োজন করতে সক্ষম হবে কাতার।’
বৃহস্পতিবার তিনি ওয়াশিংটনে বলেন, ২০২২ সালে উপসাগরীয় দেশটি বিশ্বকাপের ইতিহাসে সেরা একটি আয়োজন উপহার দিবে।
২০২২ বিশ্বকাপের আয়োজন কাতার থেকে অন্যত্র সরিয়ে নেবার জন্য ক্রমবর্ধমানভাবে চাপের মধ্যে রয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফুটবল বিশ্বে নামডাকহীন দেশটি বিশ্বকাপ আয়োজনের অনুমতি পাওয়ার পর থেকেই শুরু হয়েছে নানান বিতর্ক। তাদের বিডিং প্রক্রিয়ায়ও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ওঠেছে।
উষ্ণ আবহাওয়া থেকে মুক্তি পেতে ইউরোপের শীর্ষ ক্লাবগুলো ইতোমধ্যে কাতারে ফুটবল আয়োজনের বিরোধীতা করে আসছে। সেই সঙ্গে যুক্ত হয়েছে আয়োজক দেশের বিরুদ্ধে শ্রমিক নির্যাতনের অভিযোগ। বিশ্বকাপ আয়োজনের জন্য স্টেডিয়াম ও অবকাঠামো নির্মাণ কাজে নিয়োজিত বিদেশী শ্রমিকদের ওপর অমানবিক নির্যাতন চালানো হচ্ছে বলে পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো অভিযোগ করেছে।
বহুল প্রচারিত মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে কাতারের আমির বলেন, ‘জনগণকে মানতে হবে যে কাতার বিশ্বকাপ আয়োজনের বিডিংয়ে সেরা হয়েছে। কাতার এর প্রমাণও দিয়েছে। ইতিহাসের শ্রেষ্ঠ একটি বিশ্বকাপ টুর্ণামেন্ট আমরা উপহার দেব।’ আমির হবার পর সিএনএনকে দেয়া প্রথম ওই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি নিশ্চিত আমরা এ বিষয়ে সফল হব।’
শেখ থানি বলেন, ‘ছোট্ট মুসলিম অধ্যুষিত একটি আরব দেশ এরকম একটি বিশাল টুর্ণামেন্ট আয়োজন করতে পারবে সেটি তারা মেনে নিতে চাইছে না। আমরা বলেছি যে শীত কিংবা গ্রীষ্ম, আমরা যে কোন সময় ২০২২ বিশ্বকাপ ফুটবল টুর্ণামেন্ট আয়োজনে প্রস্তুত। গ্রীস্মকালে ফুটবল টুর্ণামেন্ট আয়োজনের জন্যই আমরা নিলামে অংশ নিয়েছিলাম। এখন (বিশ্বকাপ আয়োজন কখন হবে) তা নির্ভর করছে ফিফার ওপর। তারা নির্ধারণ করবে বিশ্বকাপ আয়োজনের সেরা সময়।
খেলোয়াড়দের গ্রীষ্মের বৈরী আবহাওয়া থেকে মুক্তি দিতে কাতার শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্বলিত কমপ্লেক্স ও স্টেডিয়াম নির্মাণ করছে।’
সিএনএনে দেয়া সাক্ষাৎকারে কাতারের ওই আমির আরো বলেন, ‘পুরো ১০ বছর কাজ করতে পারে এমন প্রযুক্তিতে আমরা শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করেছি। বর্তমানে একটি স্টেডিয়ামে সেটি ব্যবহৃত হচ্ছে। এটি শতভাগ কাজ করছে।’
এদিকে আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন কনফেডারেশন গত জুনে সতর্ক করে দিয়ে বলেছে, ২০২২ সালে বিশ্বকাপ আয়োজন পর্যন্ত নির্মাণ কাজে নিয়োজিত অন্তত ৪ হাজার প্রবাসী শ্রমিক সেখানে নানামুখি দুর্ঘটনায় প্রাণ হারাতে পারে। এ বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে কাতারের সর্বোচ্চ ক্ষমতাধর ওই ব্যক্তি বলেন, ‘এটি ঠিক যে আমাদের কিছু সমস্যা হয়েছে। আমরা এখন ওই সমস্যার সমাধান করছি। আমরা আইন মেনে চলার ব্যাপারে জোর দিচ্ছি। অনৈতিক কোন কিছুই বরদাশত করা হবে না।’
তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে আইন পরিবর্তন করেছি। আইনের অনেকগুলো ধারা পরিবর্তন করা হয়েছে। আমি কথাটি এই কারণে বলছি যে আগের ঘটনাগুলো আমাকেও বেশ কষ্ট দিয়েছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।