ঢাকারবিবার , ১ নভেম্বর ২০১৫
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে চিকিতসা সেবায় নিবেদিতপ্রাণ ডাঃ অরূপ জ্যোতি ঘোষ

admin
নভেম্বর ১, ২০১৫ ১০:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

মণিরামপুর উপজেলার কৃতি সন্তান ডাঃ অরূপ জ্যোতি ঘোষ রোগীর সেবায় অভিজ্ঞ চিকিৎসকের তুলনায় অনেক বেশি সময় দিয়ে চলেছেন। যেখানে ডাক্তার মাত্রই টাকা উপার্জনের পেশা হিসেবে ধারনা রয়েছে আমজনতার, সেখানে ঠিক যেন উল্টোপথে হাঁটছেন ডাঃ অরূপ জ্যোতি।রোগীর প্রতি তার পেশাদারিত্ব দেখে ইতিমধ্যে সুনাম ছড়িয়ে পড়তে শুরু করেছে। জানাগেছে, পৌর শহরের হাকোবা গ্রামের অশোক ঘোষের ছেলে অরূপ জ্যোতি তার পিতা-মাতার ও নিজের ইচ্ছায় সুবিধা বঞ্চিত মানুষের সেবা করার উদ্দেশ্যে চিকিতসক হবার স্বপ্ন দেখেন। উদ্দেশ্য মহ্যত হওয়ায় সেই স্বপ্ন সহজেই সফলতার সাথে ধরা দেয়। তিনি এমবিবিএস, বিসিএস(স্বাস্থ্য) এমএসসি, এফসিজিপি (ফ্যামিলি মেডিসিন) সিসিডি (বারডেম) সিকার্ড (হৃদরোগ) ডিপোমা ইন এ্যাজমা(ইউকে) পিজিটি (মেডিসিন এ্যান্ড নেফ্রোলজি) পিজিটি (নিউরো মেডিসিন) পিজি হাসপাতাল,ঢাকা সনদ লাভ করেন। তিনি ডায়াবেটিস এ্যান্ড ফ্যামিলি মেডিসিন বিশেষজ্ঞ, সার্টিফাইড কার্ডিওলজিস্ট, গ্যােিস্ট্রালিভার এ্যান্ড এ্যাজমা ফিজিসিয়ান বব্যাধি, কিডনি রোগ, শিশু, চর্ম-যৌন, বাতব্যাথা ও মানসিক রোগে অভিজ্ঞতা  নিয়েই তার সেবার হাত প্রসারিত কওে চলেছেন। বর্তমানে তিনি মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন। সরকারি সময় পার হলেও তিনি রোগী দেখতে মোটেও অবহেলা করেননা। এমনকি অনেক অভিজ্ঞ ডাক্তারের অনুপস্থিতিতে তার নিতে হয় বাড়তি দায়িত্ব। তার কাছে চিকিতসক হলেন, মানুষের সেবায় নিয়োজিত একটা পেশা। তরুন হলেও অভিজ্ঞ ডাঃ অরূপ জ্যোতি ঘোষ তার নিজস্ব চিন্তা চেতনার কারনে রোগীর অনেক সময় নিজ পকেট থেকে টাকা দিয়ে ওষুধ কিনতে সহায়তা করেন এমন অসংখ্য উদাহরণ পাওয়া গেছে। সরকারি অফিস সময় বাদে তিনি এতিম খানা, রামকৃঞ্জ মিশন,মাদ্রাসায় গিয়ে স্বাস্থ্য সেবা দিয়ে চলেছেন। আজকের এই যুগে চিকিৎসক সমাজে অরূপ জ্যোতি যেন ব্যতিক্রম। যেখানে মোটা টাকা ফি দিয়েও একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে রোগীরা গিয়ে ভাল সেবা পাননা সেখানে তিনি উল্টো রোগীদেও দ্বারে হাজির হচ্ছেন কোন ফি ছাড়াই। তার সেবা মূলক তৎপরতায় সকলেই খুঁশি সেই সাথে গর্বিত তার পিতা-মাতা। এছাড়া তিনি বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) আজীবন সদস্য, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাকটিশনার্স এসোসিয়েশন (বিপিএমপিএ) আজীবন সদস্য, বাংলাদেশ এসোসিয়েশন অফ মাইক্রোবায়োলজিষ্ট (বিএএম) সাংগঠনিক সম্পাদক,সিনিয়ার লেকচারার(এক্স) হলিফ্যামিলি রেডক্রিসেন্ট, মেডিকেল কলেজ ঢাকা, মেডিকেল অফিসার(এক্স) বারডেম জেনারেল হাসপাতাল ঢাকা। রোগীর সুস্থতাই যেন ডাঃ অরূপ জ্যোতি জন্য সবচেয়ে বড় ক্লান্তিনাশক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।