ঢাকারবিবার , ১ নভেম্বর ২০১৫
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুর প্রধান শিক্ষকের বিরুদ্ধে ২ শিক্ষিকাকে যৌন হয়রানির অভিযোগে বিভাগীয় তদন্ত

admin
নভেম্বর ১, ২০১৫ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

মণিরামপুর আদর্শ সম্মিলনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২ সহকারী শিক্ষিকাকে যৌন হয়রানী ও কু-প্রস্তাব প্রদানের অভিযোগে একই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক শিক্ষা খুলনা উপ-পরিচালকের নির্দেশে যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার নাসরীন আকতার গতকাল রবিবার মণিরামপুর আসেন প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্ত করতে। যার খুলনা বিভাগীয় মামলার স্মারক নং- বিপ্রাশিকা/খুবিখু/যাপ্রঃগ/(বিভাগীয় মামলা যশোর)/২০১৫/৪৫৪/৬, তারিখ-১৮/১০/২০১৫ ইং এবং যেপ্রাশিঅ/যশোর/তদন্ত। মণিরামপুর উপজেলা প্র্থামিক শিক্ষা অফিসার আব্দুল জব্বার সরদার সাংবাদিকদের জানান, আদর্শ সম্মিলনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২ জন শিকিা লিখিত অভিযোগ করেন একই বিদ্যালয়ের প্রধান শিক বিধান সরকার তাদেরকে দীর্ঘদিন ধরে যৌন হয়রানী এবং নানা ধরনের কু-প্রস্তাব দিয়ে আসছিল। প্রধান শিক্ষকের এমন কর্মকান্ডে ২ শিক্ষিকার মৌখিক ভাবে প্রতিবাদ জানালেও কোন ফল হয়নি। যার ফলে তারা পৃথক পৃথক ভাবে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিধি মোতাবেক প্রধান শিক্ষক বিধান সরকারের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মণিরামপুর প্রাথমিক শিক্ষা অফিসারের দফতরে উক্ত ঘটনায় অভিযোগকারী ও অভিযুক্ত প্রধান শিক্ষক এবং স্বাক্ষীদের উপস্থিতিতে তদন্ত কাজ চলে।  বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কাশেম জানান, তিনি তদন্তকারী কর্মকর্তাকে জানিয়েছেন, প্রধান শিক্ষক যে অপরাধ করেছেন তাতে তার চাকুরী না থাকাই উচিত। তদন্তকারী কর্মকর্তা জেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার নাসরীন আকতার জানান, ২ শিকিার দায়ের করা অভিযোগ তদন্ত করা হয়েছে। তবে এ ব্যাপারে চুড়ান্ত ব্যবস্থা নিবেন উর্দ্ধতন কর্তৃপক্ষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।