মণিরামপুরে জাগরণী চক্র ফাউন্ডেশনের রিড প্রকল্পের উদ্যোগে সেভ দ্যা চিলড্রেন এর সহযোগীতায় ও ইউএসএআইডির অর্থায়নে মনিরামপুর পাবলিক লাইব্রেরিতে ট্যাব ও অন্যান্য শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় পাবলিক লাইব্রেরীর মিলনতায়নে উপজেলা নির্বাহী অফিসার ও পাবলিক লাইব্রেরীর সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু। বিশেষ অতিথি হিসেবে ইপস্থিত ছিলেন মণিরামপুর প্রেসকাবের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মোতাহের হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জাগরনী চক্র ফাউন্ডেশনের রিড প্রকল্পের রিজিওনাল অফিসার আব্দুল কাদের, আশিষ কুমার দাস, নাজমুস শাহাদাৎ, মর্জিনা সুলতানা, হিমাদ্রি প্রসাদ মিস্ত্রি, পাবলিক লাইব্রেরীর সহ-সভাপতি অধ্যাপক আব্দুল আলীম, সাধারন সম্পাদক নূরুল হক, সহ-সাধারন সম্পাদক এস.এম সিদ্দিক, কোষাধ্য কাছেদ আলী টনি, সাহিত্য সম্পাদক অধ্যাপক হোসাইন নজরুল হক, সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান রয়েল, পাঠাগার সম্পাদক মনিরুজ্জামান টিটো, তথ্য ও প্রযুক্তি সম্পাদক অশোক কুমার বিশ্বাস, নির্বাহী সদস্য সহকারী অধ্যাপক বাবুল আক্তার, সাজেদুর রহমান লিটু, আলী হোসেন প্রমূখ।