যশোর-৫ মণিরামপুরে সাবেক মন্ত্রী ও ৪ দলীয় জোট এমপি মুফতি মুহাম্মদ ওয়াক্কাস জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি নির্বাচিত হওয়ায় তার দীর্ঘায়ু কামনা করে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুফতি ওয়াক্কাস ইতিপূর্বে উক্ত সংগঠনের মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। গতকাল রবিবার সংগঠনটির মণিরামপুর উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম যশোর জেলা সভাপতি মাওঃ আবুল খায়ের, সেক্রেটারী মুফতি হারুন-অর-রশিদ, জেলা যুব জমিয়তের সভাপতি মাওঃ আশরাফ ইয়াছিন, জেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওঃ কামরুজ্জামান, মণিরামপুর উপজেলা জমিয়তের সভাপতি মাওঃ আজিজুর রহমান, সেক্রেটারী মাওঃ আজহারুল ইসলাম প্রমুখ।