ঢাকাবুধবার , ১১ নভেম্বর ২০১৫
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে ফায়ার সার্ভিস সপ্তাহ পালিত

admin
নভেম্বর ১১, ২০১৫ ১১:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

অগ্নিকান্ডসহ বিভিন্ন দূর্ঘটনা প্রতিরোধ ও করণীয় সম্পর্কে মহড়া প্রদর্শন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিদের অংশ গ্রহণে যশোরের মণিরামপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০১৫ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও উৎসব মুখোর পরিবেশে আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল বুধবার ফায়ার সার্ভিস মণিরামপুর ইউনিটে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মণিরামপুর থানার অফিসার ইনচার্জ তাহেরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা, উপজেলা পাট গবেষণার বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রণজিৎ কুমার ঘোষ, ফায়ার সার্ভিস মণিরামপুর ইউনিট ইনচার্জ দিলীপ কুমার সরকার, সোস্যাল ইসলামী ব্যাংকের ম্যানেজার শাহ আলম, অধ্যাপক আব্দুল আলীম, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সাবেক কাউন্সিলর গীতা রানী কুন্ডু, গয়েত্রী রানী পাল প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।