ঢাকাবৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০১৫
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে পৌরসভা নির্বাচনে পাল্লা দিয়ে গণ-সংযোগে ব্যস্ত প্রার্থীরা: কর্মীদের নজর দলীয় সিন্ধান্তের উপর

admin
নভেম্বর ১২, ২০১৫ ৮:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

আসন্ন মণিরামপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে গন-সংযোগ, প্রচার প্রচারনা ও সালাম বিনিময়ে মাঠে নেমেছে সম্ভাব্য মেয়র-কাউন্সিলার প্রার্থীরা। এরই মধ্যে জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে শোভা পাচ্ছে পোষ্টার, বিলবোর্ড ও ফেস্টুন। রাজনৈতিক মহলে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। সম্ভাব্য প্রার্থীরা নিজেদেরকে সমাজের মাঝে নানাভাবে তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রাজনৈতিকভাবে এখনও কোনো দল প্রার্থী চুড়ান্ত না করলেও সম্ভাব্য প্রার্থীদের অতীত-বর্তমান নিয়ে চায়ের স্টল গুলোতে চলছে চুলচেরা বিশ্লেষন। এ হাওয়া লেগেছে সাধারণ ভোটারদের মাঝেও। ভোটাররাও নানা হিসাব নিকাশ করতে শুরু করেছে। নির্বাচন সামনে রেখে বড় দু’দলের মধ্যে প্রকাশ্যে লবিং-গ্রুপিং না থাকলেও অভ্যন্তরীণ হিসাব-নিকাশের কমতি নেয়। সরকারি ঘোষনা অনুযায়ী দলীয় প্রতীকে এবারের নির্বাচন অনুষ্ঠান হওয়ার ঘোষনায় রাজনৈতিক দলের প্রার্থীদের মধ্যে দলীয় সমর্থন আদায়ে প্রতিযোগীতারও শেষ নেই। তারপরও আওয়ামী লীগ বিএনপি’র প্রার্থীরা দলীয় এবং ব্যক্তি স¤পর্ক দুটোই বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত মণিরামপুর পৌরসভা মেয়র পদে আওয়ামী লীগের ৭জন ও বিএনপি’র ১জন প্রার্থীসহ মোট ৮জন সম্ভাব্য মেয়র প্রার্থীর নাম কম বেশী প্রচার পাচ্ছে। সরকারি দল আওয়ামী লীগ থেকে মেয়র পদে মনোনয়ন প্রতাশী ৭জনের মধ্যে রয়েছে মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব কাজী মাহমুদুল হাসান, বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান জিএম মজিদ, আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ গাজী, জাতীয় শ্রমিক লীগের জেলা সহ-সভাপতি বাবুল করিম বাবলু, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা প্রভাষক ফারুক হোসেন, আওয়ামী লীগ নেতা সাহিদুজ্জামান সাহিদ ও বাংলাদেশ আওয়ামী বাস্তহারালীগ যশোর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস.এম লুৎফর রহমান। অপরদিকে মেয়র পদে বিএনপি দলীয় একক মনোনয়ন প্রত্যশী উপজেলা বিএনপির সভাপতি বর্তমান পৌর মেয়র আলহাজ্ব এড. শহীদ মোঃ ইকবাল হোসেন। ইতিমধ্যে সরকারি ঘোষনায় দলীয় প্রতীক দাড়ীপাল্লা নিয়ে জামায়াতে ইসলামী নির্বাচনে অংশগ্রহন করতে না পারলেও দলের উপজেলা শাখার আমীর ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক ফজলুল হক জানান, দলীয় ফোরামে আলাপ আলোচনা করে খুব শিঘ্রই দল সমর্থিত একজন গ্রহনযোগ্য প্রার্থীর নাম ঘোষনা করা হবে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব কাজী মাহমুদুল হাসান জানান, পৌর এলাকার অধিকাংশ দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটাররা তাকে মেয়র প্রার্থী হতে অনুরোধ করছেন। তাই তাদের আগ্রহের সম্মানে প্রার্থী হবার ইচ্ছা পোষন করেছি। তবে দলীয় নীতি-নির্ধারনী ফোরাম তাকে প্রার্থী করলেই তিনি চুড়ান্ত প্রার্থী হতে সম্মত আছেন বলে জানান। দু’বার মেয়র পদে নির্বাচিত উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এড. শহীদ ইকবাল হোসেন জানান, পৌর এলাকার চলমান উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার্থে ও নেতা কর্মী ও সাধারন ভোটারের আগ্রহে পুন:বার নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি জনগন আমাকে পূন:বার সমর্থন দেবে। সরেজমিন পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে গিয়ে সাধারণ ভোটার ও জনগনের সাথে আলাপকালে আওয়ামী লীগ ঘরানার কর্মী সমর্থকরা জানান, আমরা দলীয় মনোনয়নের দিকে তাকিয়ে আছি, দল যে সিদ্ধান্ত দেবে সে অনুযায়ী কাজ করব এবং আমাদের প্রার্থীই জয়ী হবে। তারা আরো জানান বিএনপি’র যেহেতু একক প্রার্থী তাই সবদিক খেয়াল রেখেই প্রার্থী চুড়ান্ত করতে হবে। অপর দিকে বিএনপি’র কর্মী সমর্থকরা জানান, মামলা-মোকদ্দমা, জেল-পুলিশি তাড়ায় বর্তমান সময়টা আমাদের জন্য খুবই দুঃসময় যাচ্ছে। তারপরও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে একক প্রার্থী হিসেবে উপজেলা বিএনপি’র সভাপতি ও বর্তমান মেয়র শহীদ ইকবালই জয়ী হবেন। উভয় দলের একাধিক কর্মী-সমর্থকরা জানান দলীয় সমর্থন না পেলে অনেকেই নির্বাচন থেকে সরে যাবেন। জানা যায়, ৪র্থ বারের মত মণিরামপুর পৌর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৯৯৭ সালে স্থাপিত এ পৌরসভার চেয়ারম্যান হিসেবে প্রথম নির্বাচিত হয়েছিলেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন লাভলু। দ্বিতীয় এবং তৃতীয় বারের মতো নির্বাচিত হয়েছিলেন ও আছেন বর্তমান মেয়র উপজেলা বিএনপি’র সভাপতি এড. আলহাজ্ব শহীদ মোঃ ইকবাল হোসেন। এবারের নির্বাচনে কাউন্সিলর পদে পৌর এলাকার বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তি কেন্দ্রিক প্রচার-প্রচারণা, বিলবোর্ড, ফেস্টুনে প্রায় ৫০ জনের নাম প্রচার থাকলেও শেষ পর্যন্ত কে কে দলীয় সমর্থন চাইবেন আর কারা স্বতন্ত্র প্রার্থী হবেন তা জানতে সকলকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।