ঢাকাবুধবার , ১ অক্টোবর ২০১৪
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির মানববন্ধনে গুলি ছুড়েছে পুলিশ

admin
অক্টোবর ১, ২০১৪ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

1545647_947668578593516_1799982580424206076_n

আবদুল লতিফ সিদ্দিকীর বিচার দাবির মানববন্ধনে পুলিশের গুলি আবদুল লতিফ সিদ্দিকীর বক্তব্যের প্রতিক্রিয়ায় আজ বুধবার বিকেলে যশোর প্রেসক্লাবের সামনে আয়োজিত বিএনপির মানববন্ধনে গুলি ছুড়েছে পুলিশ। এ সময় যুবদলের এক
নেতা বুকে গুলিবিদ্ধ হন। এ ছাড়া পুলিশের এক সদস্য এবং এক শিক্ষকও রাবার বুলেটের আঘাতে আহত হন। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, যশোর সদর উপজেলার উপশহর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক কামাল
হোসেনের (২৩) বুকে পুলিশ গুলি করেছে। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে। আহত অপর দুজন হলেন পুলিশ
লাইনে কর্মরত কনস্টেবল মতিয়ার রহমান (৩০) ও পুলেরহাট এলাকার কিন্ডারগার্ডেন স্কুল এডাস ইনস্টিটিউটের প্রধান শিক্ষক ইমদাদুল হক (৩৭)। তাঁদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।