ঢাকাবুধবার , ২৫ নভেম্বর ২০১৫
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে ১৮ লাখ টাকার শাড়ি থ্রি পিচ জব্দ

admin
নভেম্বর ২৫, ২০১৫ ১:২১ অপরাহ্ণ
Link Copied!

খুলনা কোস্টগার্ড যশোরের মণিরামপুর থেকে ১৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও থ্রি পিচ জব্দ করেছে। ২৪ নভেম্বর বিকেলে উপজেলার কুমারঘাটা বাজার থেকে ওই শাড়ি ও থ্রি পিচ জব্দ করা হয়। তবে ওই মাল আমদানিকৃত এবং বৈধ কাগজপত্র রয়েছে বলে সংশ্লিষ্ট এক ব্যবসায়ীর দাবি।  সূত্র জানিয়েছে, যশোরের কেশবপুর বাজারের তাবাসুম বস্ত্রালয়ের মালিক ইব্রাহিম শেখ ভারত থেকে ১৮ লাখ টাকা মূল্যের ৯শ’ পিচ শাড়ি ও ৩শ’ পিচ থ্রি পিচ আনেন। ২৪ নভেম্বর দুপুরে এসব মালামাল নছিমনযোগে কেশবপুর থেকে নওয়াপাড়ার দিকে নিয়ে যাচ্ছিলেন। পথের মধ্যে কুমারঘাটা এলাকায় পৌঁছুলে খুলনা কোস্টগার্ড সদস্য নছিমনটির গতিরোধ করেন। এসময় নছিমনটির চালক আমির আলীকে মালের কাগজপত্র দেখাতে বললে সে বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। এরপর কোস্টগার্ড সদস্যরা একটি পিকআপ যোগে ওই মালামাল নিয়ে যান। যার মালের মূল্য আনমানিক ১৮ লাখ টাকা। যশোরের ভবদহ ক্যাম্পের এএসআই ওয়াসিম জানান, কোস্টগার্ড কুমারঘাটা এলাকায় অভিযান চালিয়ে কাপড় জব্দ করে নিয়ে গেছে বলে শুনেছেন। এর চেয়ে বেশি কিছু জানেন না তিনি। আর তাবাসুম বস্ত্রালয়ের মালিক ইব্রাহিম শেখ জানান, তার মালের বৈধ ও সকল প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে। কোস্টগার্ড কোন কাপজপত্র দেখতে চায়নি। নছিমন চালককে আটকের হুমকি দিয়ে যায়। 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।