মণিরামপুর উপজেলার শ্যামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরীর অনৈতিক ঘটনা নিয়ে গ্রামবাসীর প্রতিবাদের মুখে ম্যানেজিং কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিরার বিকেলে বিদ্যালয়ে অনুষ্ঠিত ম্যানেজিং কমিটির সভায় লিখিতভাবে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে উল্লেখ্য করা হয়েছে ৩ দিনের মধ্যে তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল করে ওই নৈশ প্রহরীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ কমিটির প্রধান করা হয়েছে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নজরুল ইসলামকে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন বিদ্যালয়ের প্রধান শিক রুবিনা ইয়াসমিন, স্থানীয় ইউপি মেম্বর ও অভিভাবক সদস্য ফিরোজ আহমেদ, অশোক মণ্ডল এবং শিক প্রতিনিধি কনোজ বিশ্বাস। ম্যানেজিং কমিটির সভায় লিখিত অভিযোগ সূত্রে জানাযায়, ওই বিদ্যালয়ের নৈশ প্রহরী শ্যামনগর গ্রামের মুনছুর গাইনের পুত্র আতাউর গত শুক্রবার রাতে বিদ্যালয়ের একটি শ্রেণী কে ওই এলাকার কলেজ পড়–য়া এক মেয়েকে নিয়ে রাত্রি যাপন করার সময় গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় গ্রাম পুলিশ মহিতোষ সরকারসহ গ্রামবাসী তাদের আটক করে। স্থানীয় একাধিক ব্যক্তি জানান নৈশ প্রহরী আতাউর নিজেকে যুবলীগের নেতা পরিচয় দিয়ে মতার দাপটে এমন ঘটনা ইতিপূর্বে একাধিকবার ঘটালেও কেউ প্রতিবাদ করতে সাহস পায়নি। এলাকাবাসীর অভিযোগ নৈশ্য প্রহরী আতাউরের বিরুদ্ধে স্থানীয় নেহালপুর পুলিশ ফাঁড়িকে জানালেও একটি প্রভাবশালীর ব্যক্তির কারণে পুলিশ তাকে আটক করছেনা।