মণিরামপুরে সুখ দাস (১৫) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার মুজগুন্নী গ্রাম থেকে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করা হয়। নিহত সুখ দাস ওই গ্রামের স্বদেশ দাসের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে স্থানীয়রা ওই এলাকার বিষ্টুপদ দাসের বাঁশ বাগানের একটি গাছে সুখ দাসের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। নিহতের স্বজন অটল দাস জানান, রোববার সন্ধ্যা থেকেই সুখ দাসের কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন অনেক খোজাখুঁজি করেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়। পরে সোমবার সকালে স্থানীয়রা বিষ্টুর বাঁশ বাগানে গাছে তার ঝুলন্ত লাশের সন্ধান মেলে। মণিরামপুর থানার এসআই মাসুম বিল্লাহ জানান, সে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হচ্ছে। পরিবারের পক্ষ থেকে জানা গেছে যে, সে কঠিন রোগে আক্রান্ত ছিল। এব্যাপারে মণিরামপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।