বিনা মূল্যের বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করতে টাকা নেয়া হচ্ছে মণিরামপুরের বালিয়াডাঙ্গা খানপুর মাধ্যমিক বিদ্যালয়ে। প্রধান শিক্ষকের নির্দেশে ওই বিদ্যালয়ের অফিস সহকারী ফেরদৌস প্রতি শিক্ষার্থীর কাছ থেকে ১শ টাকা করে গ্রহণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী জানিয়েছেন বই বহনের খরচ দেখিয়ে বিদ্যালয়ের প্রায় ২ শতাধিক শিক্ষার্থীর কাছ থেকে টাকা আদায় করা হয়েছে। বিষয়টি নিয়ে এলাকার অভিভাবক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস,এম তুহিন আহমেদ বিষয়টি ভিত্তিহীন বলে দাবী করেছেন। তবে অফিস সহকারী বিষয়টি সত্যতা স্বীকার করে জানায় যা কিছু করা হয়েছে প্রধান শিক্ষকের নির্দেশে।