ঢাকারবিবার , ১০ জানুয়ারি ২০১৬
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে সত্যসন্ধ’র উদ্যোগে দু’শতাধিক শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরন

admin
জানুয়ারি ১০, ২০১৬ ১২:১৭ অপরাহ্ণ
Link Copied!

শুক্রবার সকালে ঝাঁপা ইউনিয়ন পরিষদ মাঠে মনিরামপুর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সত্যসন্ধ’র উদ্যোগে বন্যাকবলিত এ ইউনিয়নের গরীব অসহায়, শারীরিক ও মানসিক প্রতিবন্ধিসহ সুবিধা বঞ্চিত শীতার্ত দু’শতাধিক পরিবারের সদস্যদের মাঝে কম্বলসহ শীতবস্ত্র বিতরন করা হয়েছে। এ উপলে এক আলোচনা সভা ঝাঁপা ইউনিয়ন উলামালীগের সভাপতি শামছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, রাজগঞ্জ বাজার কমিটির সহসভাপতি ও উপজেলা আওয়ামীলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী  মশিউল আলম। বিশেষ অতিথি ছিলেন, মণিরামপুর প্রেসকাবের নির্বাহী সদস্য জি.এম.বাবু ও ঝাঁপা ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মোস্তফা কামাল নান্নু। আরো বক্তব্য রাখেন,  সত্যসন্ধ’র সভাপতি মেহরাব হাসান, সহসভাপতি মুসফিকুর আরেফিন, সাধারন সম্পাদক তন্ময় বিশ্বাস, দপ্তর সম্পাদক আল-হেলাল মামুন, সদস্য রায়হান, অর্জুন, শুভংকর, রিফাত, রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য রফিকুল ইসলাম রফি, মিজানুর রহমান, ইদ্রীস আলী, সাংবাদিক রেজাউল করিম রয়েল, মেহেদী হাসান ও মিলন হোসেন প্রমূখ। সভায় নেতৃবৃন্দ বলেন, উক্ত সত্যসন্ধ সংস্থাটির পক্ষ থেকে এ উপজেলার বন্যাকবলিত ৩টি ইউনিয়নে গরীব দুঃখী শারীরিক ও মানসিক প্রতিবন্ধিসহ সুবিধা বঞ্চিত অসহায় খেটে খাওয়া মানুষের মুখে হাসি ফোঁটানোর জন্য কাজ করে যাচ্ছে। সভায় সংগঠনের সভাপতি ভবিষ্যতে তাদের এ কর্মসূচি অব্যাহত রাখার অঙ্গীকার করেন। সভাশেষে নেতৃবৃন্দ বন্যাকবলিত এ ইউনিয়নের দু’শতাধিক শীতার্ত পরিবারের সদস্যদের মাঝে কম্বলসহ শীত বস্ত্র বিতরন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।