শুক্রবার সকালে ঝাঁপা ইউনিয়ন পরিষদ মাঠে মনিরামপুর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সত্যসন্ধ’র উদ্যোগে বন্যাকবলিত এ ইউনিয়নের গরীব অসহায়, শারীরিক ও মানসিক প্রতিবন্ধিসহ সুবিধা বঞ্চিত শীতার্ত দু’শতাধিক পরিবারের সদস্যদের মাঝে কম্বলসহ শীতবস্ত্র বিতরন করা হয়েছে। এ উপলে এক আলোচনা সভা ঝাঁপা ইউনিয়ন উলামালীগের সভাপতি শামছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, রাজগঞ্জ বাজার কমিটির সহসভাপতি ও উপজেলা আওয়ামীলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী মশিউল আলম। বিশেষ অতিথি ছিলেন, মণিরামপুর প্রেসকাবের নির্বাহী সদস্য জি.এম.বাবু ও ঝাঁপা ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মোস্তফা কামাল নান্নু। আরো বক্তব্য রাখেন, সত্যসন্ধ’র সভাপতি মেহরাব হাসান, সহসভাপতি মুসফিকুর আরেফিন, সাধারন সম্পাদক তন্ময় বিশ্বাস, দপ্তর সম্পাদক আল-হেলাল মামুন, সদস্য রায়হান, অর্জুন, শুভংকর, রিফাত, রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য রফিকুল ইসলাম রফি, মিজানুর রহমান, ইদ্রীস আলী, সাংবাদিক রেজাউল করিম রয়েল, মেহেদী হাসান ও মিলন হোসেন প্রমূখ। সভায় নেতৃবৃন্দ বলেন, উক্ত সত্যসন্ধ সংস্থাটির পক্ষ থেকে এ উপজেলার বন্যাকবলিত ৩টি ইউনিয়নে গরীব দুঃখী শারীরিক ও মানসিক প্রতিবন্ধিসহ সুবিধা বঞ্চিত অসহায় খেটে খাওয়া মানুষের মুখে হাসি ফোঁটানোর জন্য কাজ করে যাচ্ছে। সভায় সংগঠনের সভাপতি ভবিষ্যতে তাদের এ কর্মসূচি অব্যাহত রাখার অঙ্গীকার করেন। সভাশেষে নেতৃবৃন্দ বন্যাকবলিত এ ইউনিয়নের দু’শতাধিক শীতার্ত পরিবারের সদস্যদের মাঝে কম্বলসহ শীত বস্ত্র বিতরন করেন।