মণিরামপুরে দক্ষিন বঙ্গের বৃহত্তর বই মেলার শুভ উদ্বোধন। শুক্রবার রাত ৮টায় মণিরামপুর বই মেলা ২০১৬ এর প্রধান অতিথি হিসেবে শুভ উদ্ভোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার। মণিরামপুর শিল্পী গোষ্ঠীর সভাপতি সঞ্জয় দেবনাথের সভাপতিত্বে ও হুমায়ন আফতাব এর সঞ্চলানায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি স্বপন ভট্টাচার্য্য, মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আমজাদ হোসেন লাভলু, নব-নির্বাচিত পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব কাজী মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল হাসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তাহেরুল ইসলাম, যশোর জেলা মহিলা পরিষদ সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য্য প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মণিরামপুর পৌর আ’লীগ সভাপিত আমজাদ হোসেন, জেলা যুবলীগ নেতা প্রবীর কুন্ডু, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি এড. বশির আহম্মেদ খান, সাবেক জেলা ছাত্রলীগ নেতা সন্দ্বীপ ঘোষ, কাউন্সিলর আজিম হোসেন, মণিরামপুর শিল্প গোষ্টির সাধারণ সম্পাদক নির্মল দে, উপজেলা ছাত্রলীগ সাবেক আহবায়ক মনিরুজ্জামান মিল্টন, ছাত্রলীগ আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ প্রমুখ।