ঢাকারবিবার , ১০ জানুয়ারি ২০১৬
আজকের সর্বশেষ সবখবর

নারীকে বাদ দিয়ে জাতির উন্নতি সম্ভব নয়। হাজরাকাটি মাদ্রাসার ভিত্তিপ্রস্তর উদ্ধোধনকালে -এমপি স্বপন ভট্টাচার্য্য

admin
জানুয়ারি ১০, ২০১৬ ১:১৪ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের জনসংখ্যার অর্ধেকের বেশি নারী। সেই নারী সমাজকে বাদ দিয়ে কোন ভাবেই জাতির উন্নতি সম্ভব নয়। আর সে জন্যই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারীকে ক্ষমতায়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছেন। রবিবার মনিরামপুর হাজরাকাটি দারুল উলুম মহিলা আলিম মাদ্রাসার নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তরের শুভ উদ্ধোধনকালে যশোর-৫ মনিরামপুরের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য প্র্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উক্ত মাদ্রাসার গভানিং বডির সভাপতি খায়রুল বাশারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরোও বলেন, বর্তমান সরকার নারীকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাথতে চাইনা, বরং তাদের দক্ষ জনশক্তিতে রুপান্তরিত করতে চাই। তিনি চ্যালেজ্ঞ করে বলেন, মনিরামপুর গত দু’বছরে যে উন্নয়ন হয়েছে সেটা অতীতের সমস্ত রেকর্ড ভঙ্গ করেছে। আর সেটা মনিরামপুরবাসীকে জানানোর জন্য আগামী জুন মাসের মধ্যে তিনি উপজেলার সকল উন্নয়নের সচিত্র লিপলেট আকারে বিতরন করার ব্যবস্থা গ্রহন করবেন। হাজরাকাটি মাদ্রাসার প্রধান শিক্ষক এ,এসএম আব্দুল আলীমের পরিচালণায় উক্ত অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মশ্বিনগর ইউনিয়ন আ’লীগের সভাপতি প্রভাষক ইউসুফ আলী, আ’লীগ নেতা হাবিবুর রহমান ভোলা, আব্দুল মোমিন, শহিদুল ইসলাম, আব্দুল হামিদ, ফজলুর রহমান,সাবেক সাংগঠনিক সম্পাদক সমীর-কর হাবু, যুবলীগ নেতা স.ম আলীউদ্দীন, সজিব কুমারী, আব্দুর কুদ্দুস, বিল্লাহ হোসেনসহ প্রতিষ্ঠানের শিক্ষক আতিয়ার রহমান, শিক্ষক ও সাংবাদিক সৈয়দ আবুল কালাম আজাদ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।