ঢাকাবুধবার , ১৩ জানুয়ারি ২০১৬
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুর বই মেলায় আলোচনায় সাবেক শিক্ষা সচীব এন,আই খান

admin
জানুয়ারি ১৩, ২০১৬ ৩:১৬ অপরাহ্ণ
Link Copied!

মণিরামপুর শিল্পী গোষ্ঠীর আয়োজনে সপ্তাহব্যাপী বই মেলার ৫ম দিনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষা সচীব নজরুল ইসলাম খান। মঙ্গলবার রাতে শিল্পী গোষ্ঠির ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর বই মেলায় বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন মণিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন লাভলু, উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, সহকারী কমিশনার ভুমি ককামরুজ্জামান। মেলা আয়োজক কমিটির সভাপতি সঞ্জয় দেবনাথের সভাপতিত্বে ও হুমায়ন আফতাব এর সঞ্চলানায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কবি সাহিত্যিক ও গবেষক শফিয়ার রহমান, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার সরদার, মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আহম্মেদ খান, বাংলাদেশ পরিবহন সংস্থা ২২৭ এর সভাপতি আজিজুল আলম মিন্টু, সাধারণ সম্পাদক আল-মোর্তজা হোসেন, জেলা শ্রমিকলীগ সহসভাপতি বাবুল করিম বাবলু, প্রভাষক উত্তম চন্দ্র চন্দ, প্রভাষক ফিরোজ আহম্মেদ প্রমুখ। এর আগে প্রধান অতিথিরকে মনিরামপুর কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান উপধ্যাক্ষ সমির কান্তি হালদার, সহকারী অধ্যাপক মাহির উদ্দিন, আব্দুল আলীম, অমল চ্যাটার্জি, কাজী শাফিক ইমাম, উত্তম চন্দ্র, সাজেদুর রহমান লিটু, ফিরোজ আহমেদ, সাধন কুমার, বিকাশ চন্দ্র, মোস্তাফিজুর রহমান, আফিয়া আশরাফি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।