মণিরামপুরে যাত্রীবাহী টেগারের চাঁপায় পিষ্ঠ হয়ে তাসলিমা (৪০) নামের এক মিল শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে পৌরশহরের গাংড়ার মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত তাসলিমা পৌর এলাকার জয়নগর গ্রামের শের আলীর স্ত্রী ও নওয়াপাড়া আকিজ জুট মিলের শ্রমিক। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে তাসলিমা বাড়ি থেকে বের হয়ে নিজ কর্মস্থল আকিজ জুট মিলে যাওয়ার জন্য গাংড়ার মোড় আসলে পিছন দিক থেকে আসা যাত্রীবাহী ট্রেগার নিয়ন্ত্রন হারিয়ে তাকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলে তাসলিমা মারাতকভাবে আহত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস তাসলিমাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এদিকে স্থানীয় জনতা ঘাতক ট্রেগারটি আটক করে থানায় সোপর্দ করে।