ঢাকাশুক্রবার , ৩ অক্টোবর ২০১৪
আজকের সর্বশেষ সবখবর

যশোরে বিএনপির ১২৬ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

admin
অক্টোবর ৩, ২০১৪ ৯:৫১ অপরাহ্ণ
Link Copied!

DSC05940-700x352

বুধবার বিকেলে যশোরে প্রেসক্লাবের সামনে পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় ১২৬ নেতাকর্মীর বিরুদ্ধে দু’টি মামলা রুজু করেছেন কোতয়ালি থানা পুলিশ।এছাড়া,মামলায় আটক ৭জনের ৭দিন করে রিমা- আবেদন করা হয়েছে আদালতে।জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম আজাদ, নগর বিএনপির সভাপতি ও যশোর পৌরসভার মেয়র মারুফুল ইসলাম মারুফসহ ১২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।কোতয়ালি থানার এসআই আজগর হোসেন বাদি হয়ে মামলা দু’টি করেছেন। একটি বিশৃঙ্খলা ও ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনে অপরটি পুলিশের কাজে বাঁধা দেয়ার অপরাধ। আটক ৭জন হলো জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম আজাদ, মাগুরা জেলার শালিখা উপজেলার সীমাখালী এলাকার আব্দুল মতিনের পুত্র মোশারফ হোসেন, সদর উপজেলার বিরামপুর গ্রামের শহিদুল ইসলামের পুত্র রিয়াজুল ইসলাম, খুলনার রুপসা থানাস্থ নিকলাপুর গ্রামের মনোয়ার হোসেনের পুত্র যশোর জেলা ওলামা দলের সদস্য সাব্বির হাসান ও বাঘারপাড়ার আন্দুল বাড়িয়া গ্রামের মোশারফ হেসেনের পুত্র মোস্তাইন বিল্লাহ এবং যশোর শহরের স্টেডিয়াম পাড়ার শফিউদ্দিনের পুত্র মাসুম হোসেন। আর গুলিতে জখম কামালকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে। সেকারণে তার বিরুদ্ধে রিমান্ড চাওয়া হয়নি। সিনিয়র জুডিশিয়াল আদালত মারুফ আহমেদের আদালতে রিমান্ড চাওয়া হয়।মন্ত্রী লতিফ সিদ্দিকীর ইসলামের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য দেয়ার অভিযোগে বুধবার বিকেলে জেলা বিএনপির নেতাকর্মীরা প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন কর্মসূচীর ঘোষনা দেয়। কিন্তু পুলিশ কর্মসূচীতে বাঁধা দেয়। সেখান থেকে অ্যাড. সৈয়দ সাবরুল হক সাবু, আব্দুস সালাম আজাদসহ ৮ জনকে আটক করে। এরপর পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পুলিশ ২০/২৫ রাউন্ড গুলি ছোড়ে। পুলিশের গুলিতে আহত হন ৪জন। এই ঘটনায় পুলিশ ১২৬ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত আসমি করে মামলা হয়েছে বলে জানিয়েছেন কোতয়ালি থানার সেকেন্ড অফিসার এসআই জহুরুল হক। এ দিকে পুলিশের গুলিতে আহত কামালকে বুধবার রাতেই ঢাকায় রেফার্ড করা হয়েছে। তাকে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকামুক্ত নয় বলে তার সাংবাদিকদের জানিয়েছেন তার ভাই ছোট জামাল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।