ঢাকাসোমবার , ১৮ জানুয়ারি ২০১৬
আজকের সর্বশেষ সবখবর

মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী শিক্ষায় পরিণত করতে সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে- এমপি স্বপন

admin
জানুয়ারি ১৮, ২০১৬ ২:৪০ অপরাহ্ণ
Link Copied!

যশোর-৫ মণিরামপুরের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য বলেছেন, মাদ্রাসা শিা ব্যবস্থায় আধুনিক শিক্ষার সমন্বয় ঘটিয়ে বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী শিক্ষায় পরিণত করার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সোমবার উপজেলার ডাঙ্গা মহিষদিয়া দাখিল মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধনকালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মাদ্রাসা সভাপতি আব্দুল হামিদ সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন, ভিশন ২১ বাস্তবায়নে শিার্থীদের যুযোগপোগী শিায় গড়ে তুলতে শিকদের মুখ্য ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাহেরুল ইসলাম। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রনয় কান্তি চৌধুরী, স্থানীয় আ’লীগ নেতা ডা: আতিয়ার রহমান, ড্রাগ এসোসিয়েশন যশোরের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জোয়ার্দ্দার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক স.ম আলাউদ্দীন, জেলা ছাত্রলীগ নেতা সজীব কুশারী প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।