ঢাকাবুধবার , ২০ জানুয়ারি ২০১৬
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে দুটি স্বর্ণ মুদি দোকানে দূর্ধর্ষ চুরি

admin
জানুয়ারি ২০, ২০১৬ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

মণিরামপুরে দুটি স্বর্ণের দোকান ও একটি মুদিখানা দোকানে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের বুচতলা বাজারে এঘটনা ঘটে। এসময় চোর চক্রটি দোকানের শাটারের আংটা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নগদ অর্থ,স্বর্ণালংকার ও অন্যান্য সামগ্রিসহ মোট ৭ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে বুধবার সকালে মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এঘটনায় ভুক্তভূগী পক্ষ থানায় লিখিত অভিযোগ করেছেন। গতকাল সন্ধ্যায় এ রিপোর্ট লেখার সময় থানায় মামলার প্রক্রিয়া চলছিলো।বাজারের পার্থ জুয়েলার্সের মালিক প্রদীপ কুমার মন্টু জানায়,দোকানের লকারে ৩/৪ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা ছিল। মঙ্গলবার রাত ১০ টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যাই। ভোর পাঁচটার দিকে পাশের হোটেলের মালিক মোস্তাক বাজারে এসে দোকান খোলা দেখে ফোনে খবর দেয়। এসে দেখি লকার ভাঙ্গা,সব লুট হয়ে গেছে। তবে বাজারে কোন নৈশ প্রহরী নেই বলে তিনি জানান।পাশের স্বর্ণ ও রুপার দোকানের মালিক উজ্জ্বল কুমার পালিত জানায়,দোকানে ব্যবসার ৫/৬ ভরি ও বাড়ির ২ ভরি স্বর্ণের তৈরি মালামাল এবং নগদ ১৯ হাজার টাকা ছিল। সব রেখে রাত সাড়ে ১০ টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যাই। ভোর রাতে ফোন পেয়ে এসে দেখি লকার ভাঙ্গা,কিছু নেই। চোরেরা আমার ডিজিটাল নিক্তিটা পর্যন্ত নিয়ে গেছে। বাড়ির ব্যবহৃত স্বর্ণালংকার দোকানে রেখেছেন কেন জানতে চাইলে তিনি বলেন, কয়েকমাস আগে ৪০ হাজার টাকা দিয়ে লকারটি বানিয়েছি। বাড়ি থেকে এটি বেশি নিরাপদ বলে এখানে সব রেখেছি।পাশের মুদি দোকানদার কামরুজ্জামান বলেন,দোকানের নগদ ৩২ হাজার টাকা ও ৩/৪ হাজার টাকার মালামাল খোয়া গেছে। মণিরামপুর থানার ওসি তাহেরুল ইসলাম জানান, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।