ঢাকাশনিবার , ২৩ জানুয়ারি ২০১৬
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে কলেজ পড়ুয়া এক ছাত্রী অপহরণের পরও এখনো সন্ধান মেলেনি

admin
জানুয়ারি ২৩, ২০১৬ ১:০৯ অপরাহ্ণ
Link Copied!

মণিরামপুরের মশিয়াহাটীতে কলেজ পড়ুয়া ছাত্রীর অপহরণের তিনদিন পার হলেও কোন সন্ধান মেলেনি। উপজেলার কুলটিয়া গ্রামের প্রভাষক অমৃত পাঁড়ের ছোট মেয়ে মশিয়াহাটী কলেজের ২য় বর্ষের ছাত্রী বীণা পাঁড়ে গত মঙ্গলবার কলেজে গেলে সেখান থেকে নিখোঁজ হয়। বীণার বাড়ি থেকে খোঁজাখুঁজির পর ওইদিন সন্ধ্যায় তার পরিবার জানতে পারে পার্শ্ববর্তী লখাইডাঙ্গা গ্রামের রাজকুমার মন্ডলের ছেলে তপু মন্ডল বীণাকে অপহরণ করেছে। তপু মন্ডল চরমপন্থী একটি বিশেষ দলের সদস্য বলে জানা গেছে। অভয়নগর উপজেলার চাঞ্চল্যকর ওলিয়ার রহমান হত্যা ঘটনার দুই সপ্তাহের মধ্যে যশোর ডিবি পুলিশ হত্যা মামলায় ব্যবহৃত মটরসাইকেলসহ তপুকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। কয়েক মাস পরে কুলটিয়ার মোড়ে হোটেল ব্যবসায়ী কমলেশকে গুলি করার ঘটনায় জড়িত সন্দেহে মণিরামপুর থানা পুলিশ তাকে আটক করে। পরে স্থানীয় এক নেতার সহযোগিতায় মুছলেকা দিয়ে ছাড়া পায়। জামিন পেয়ে এলাকায় ফিরে এসে মারামারি, হুমকি-ধামকিসহ বিভিন্ন কর্মকান্ডে জড়িত আছে বলে একাধিক সূত্র জানিয়েছে। বীণা’র পারিবারিক সূত্রে জানা যায়, বেশকিছুদিন ধরে তপু তাকে উত্যক্ত করতো, বিভিন্ন প্রলোভন দেখানোসহ হুমকি-ধামকি দিত। কিন্তু জেল ফেরত আসামী বলে ভয়ে কিছু বলতে পারেনি। এ অপহরণের ঘটনায় বীণা’র পরিবার দিশেহারা হয়ে পড়েছে বলে জানিয়েছে। ঘটনার দিন সন্ধ্যায় মোবাইল ফোনে নেহালপুর পুলিশ ফাঁড়িতে অবহিত করলেও কোন লাভ হয়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত বীণা’র পরিবারের পক্ষ থেকে থানায় অপহরণ মামলা করার প্রস্তুতি চলছে বলে জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।