বিশেষ প্রতিনিধি ॥
যশোরের মণিরামপুরে ঋষি পল্লীতে সন্ত্রাসী হামলা, ভাংচুর ও অগ্নি-সংযোগের ঘটনায় মামলা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ নারীসহ তিনজনকে আটক করেছে। মণিরামপুর থানা সূত্রে জানা যায়, গত শনিবার স্কুল ছাত্রীকে উত্যক্ত করাকে কেন্দ্র করে মণিরামপুর উপজেলার পাড়ালা গ্রামের ঋষি পল্লীতে সন্ত্রাসী হামলা, ভাংচুর, মারপিট ও অগ্নি-সংযোগের ঘটনায় মামলা হয়েছে। উত্যক্তের শিকার ছাত্রীর পিতা অধীর দাস ১৫ জনের নাম উল্লেখপূর্বক ও আরো ১৫/২০ জনকে অজ্ঞাত করে মামলা দায়ের করেন। মামলা নং-৩৪,তারিখ-৩০/০১/২০১৬। পুলিশ এজাহার নামীয় আসামী পাড়ালা গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে জীবনী খাতুন এবং ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম ও মাহাবুবুর রহমানের ছেলে আকবর আলীকে আটক করেছে। এদিকে, গতকাল রোববার স্থানীয় সংসদ সদস্য, যশোরের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসন ও পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উল্লেখ্য, গত শনিবার স্কুল ছাত্রীকে উত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে উপজেলার পাড়ালা গ্রামের ঋষি পল্লীতে সন্ত্রাসী হামলা,ভাঙচুর,মারপিট ও অগ্নি সংযোগের ঘটনা ঘটে এবং এতে তিন এসএসসি পরীক্ষার্থীসহ অন্ততঃ ১৪ জন আহত হয়। যশোরের জেলা প্রশাসক ড, হুমায়ুন কবীর, মনিরামপুর উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, পৌর মেয়র আলহাজ্ব কাজী মাহমুদুল হাসানসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
~~~~~~~~~~~~~~~~~~~~~
মনিরুজ্জামান টিটো