বিশেষ প্রতিনিধি:
যশোরের মণিরামপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় একজন নিহত ও অপর একজন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শিরা জানান, সোমবার রাত নয়টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের মণিরামপুর উপজেলার ফকির রাস্তা মোড় নামক স্থানে পণ্যবাহী পিকাপভ্যান পথচারী বিল্লাল হোসেন (১৫) নামের এক ভ্যান চালককে চাপা দেয় এতে সে ঘটনাস্থলেই নিহত হয়। সে উপজেলার হাসাডাঙ্গা গ্রামের গোলাম মোস্তফার ছেলে। অন্যদিকে ওই একই স্থানে আধাঘন্টা পর অপর এক পিকাপ ভ্যান আরেক পথচারী উপজেলার রাজগঞ্জ গ্রামের আব্দুস সামদকে ধাক্কা দিলে মারাত্মকভাবে আহত হয়। আহত সামাদকে রাতেই যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।