ঢাকারবিবার , ৫ অক্টোবর ২০১৪
আজকের সর্বশেষ সবখবর

‘মেসি কোথাও যাচ্ছে না’

admin
অক্টোবর ৫, ২০১৪ ১২:০৬ অপরাহ্ণ
Link Copied!

Messi-0

জোড় গলায় এই দাবি করেছেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সভাপতি জোসেফ মারিয়া বার্তোমেউ। বলেছেন, ‘বার্সেলোনা ছেড়ে নতুন ক্লাবে লিওনেল মেসির যোগ দেওয়ার বিষয়ে আন্তর্জাতিক মিডিয়াগুলো যে সংবাদ দিতে শুরু করেছে তা ভিত্তিহীন। বার্সেলোনা ছেড়ে মেসি কোথাও যাচ্ছে না। আমার বিশ্বাস, ফুটবল ক্যারিয়ারের শেষ দিন পর্যন্ত বার্সেলোনার হয়েই খেলবেন মেসি।’
শৈশব থেকেই বার্সেলোনা ক্লাবে সময় কাটছে আর্জেন্টিনার ফুটবল সুপারস্টার লিওনেল মেসির। বার্সার সঙ্গে তার সম্পর্ক এতোটাই নিবিড় যে স্পেনকে বলা হয় মেসির দ্বিতীয় স্বদেশ। মেসিহীন বার্সা কিংবা বার্সাহীন মেসি-এটা যেন অসম্ভব ব্যাপার। তবে সম্প্রতি এমন একটা চিন্তাই ফুটবল ভক্তদের মনে জাগিয়ে তুলেছে বেশ কিছু আন্তর্জাতিক মিডিয়া। তাদের রিপোর্টে দাবি করা হয়েছে যে অচিরেই বার্সা ছেড়ে ইউরোপের অন্য কোনো ক্লাবে যোগ দিচ্ছেন মেসি। এমন কি মিডিয়াগুলোর দেওয়া তথ্যানুসারে ইংলিশ ক্লাব চেলসি, ম্যানচেস্টার সিটি এবং ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট-জার্মেইন মেসিকে দলে ভেড়াতে এক পায়ে খাড়া হয়ে আছে। তাকে দলে ভেড়াতে যে প্রচুর অর্থ ব্যয় করতে হবে তা জানা আছে আগ্রহী ক্লাবগুলোর। এরপরও টানা চার বারের ফিফা ব্যালন ডি’ওর জয়ী ফুটবল জাদুকর মেসিকে দলে পেতে মুখিয়ে রয়েছে ক্লাবগুলো।
তবে বার্সা সভাপতি বার্তোমেউ বলেছেন, ‘এসব সংবাদ আমরা শুনেছি, পড়েছিও। তবে পাত্তা দেই নি, দিবও না। কারণ বার্সার সঙ্গে মেসির অন্তরঙ্গ সম্পর্ক। সে এখানে সুখে রয়েছে। আমার বিশ্বাস, বার্সা ও মেসির এই সম্পর্ক অটুট থাকবে মেসির ফুটবল ক্যারিয়ারের শেষ দিনটি পর্যন্ত।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।