বিশেষ প্রতিনিধিঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রোহিতা ও খেদাপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাহারের প্রতিবাদে সকালে রোহিতার ভান্ডারীর মোড় ও পরে খেদাপাড়ায় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। রোহিতা ইউপি আওয়ামীলীগ সভাপতি হাফিজ উদ্দিন ও খেদাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার মুজিবুর রহমানের নেতৃত্বে এসড়ক অবরোধ অনুষ্ঠিত হয়। রোহিতার বিক্ষুব্দ আওয়ামলীগ নেতা কর্মীরা জানান, বহিস্কৃত ও বিগত নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থীর বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হয়ে আবু আনছার বহিস্কৃত হয়। একই অভিযোগ রয়েছে খেদাপাড়া ইউপি নেতৃবৃন্দের। ওই ইউপিতে আব্দুল আলীম জিন্নাহ বিদ্রোহী প্রার্থী ছিলেন।