ঢাকাশুক্রবার , ১৯ ফেব্রুয়ারি ২০১৬
আজকের সর্বশেষ সবখবর

ম‌নিরামপু‌রের রো‌হিতার পর এবার ম‌নোনয়ন প্রত্যাহা‌রের দা‌বি‌তে খেদাপাড়ায় সড়ক অব‌বোধ

admin
ফেব্রুয়ারি ১৯, ২০১৬ ৯:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

‌বি‌শেষ প্র‌তি‌নি‌ধিঃ
আসন্ন ইউ‌নিয়ন প‌রিষদ নির্বাচ‌নে রো‌হিতা ও খেদাপাড়া ইউ‌নিয়‌নে চেয়ারম্যান প‌দে আওয়ামীলী‌গের ম‌নোনয়ন প্রত্যাহা‌রের প্র‌তিবা‌দে সকা‌লে রো‌হিতার ভান্ডারীর মোড় ও প‌রে খেদাপাড়ায় সড়ক অব‌রোধ ক‌রে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। রো‌হিতা ইউ‌পি আওয়ামীলীগ সভাপ‌তি হা‌ফিজ উ‌দ্দিন ও খেদাপাড়া ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান সরদার মু‌জিবুর রহমা‌নের নেতৃ‌ত্বে এসড়ক অব‌রোধ অনু‌ষ্ঠিত হয়। রো‌হিতার বিক্ষুব্দ আওয়ামলীগ নেতা কর্মীরা জানান, ব‌হিস্কৃত ও বিগত নির্বাচ‌নে আওয়ামীলীগ প্রার্থীর বিপ‌ক্ষে বি‌দ্রোহী প্রার্থী হ‌য়ে আবু আনছার ব‌হিস্কৃত হয়। একই অ‌ভি‌যোগ র‌য়ে‌ছে খেদাপাড়া ইউ‌পি নেতৃবৃ‌ন্দের। ওই ইউ‌পি‌তে আব্দুল আলীম জিন্নাহ বি‌দ্রোহী প্রার্থী ছি‌লেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।