বিশেষ প্রতিনিধি :
যশোরের মণিরামপুরে নির্বাচনী আচরণ বিধি লংঘন করে বিভিন্ন প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। অধিকাংশ চেয়ারম্যান প্রার্থীই আচারণ বিধি লংঘন করে কর্মী-সমর্থকদের বহর নিয়ে আসেন স্ব-স্ব রিটার্নিং অফিসারের কার্যালয়ে। এমনকি উপজেলা পরিষদ চত্বরের খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সংরক্ষিত এলাকায় রীতিমতো প্যান্ডেল বসিয়ে মেজবানী সাজে ভোটার-কর্মীদের আপ্যায়ন করেন খেদাপাড়া ও রোহিতা ইউনিয়ন পরিষদের ২ চেয়ারম্যান প্রার্থী। মিছিল ও বহর নিয়ে আসেন অধিকাংশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীরা। সংরক্ষিত এলাকায় এ আপ্যায়নের সাজসরঞ্জাম সম্পর্কে জানতে চাইলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফাতেমা সুলতানা জানান, আমি অফিসে এসেই দেখলাম, তবে কারা আয়োজন করলো তা আমার জানা নাই।