বিশেষ প্রতিনিধিঃ
মণিরামপুরে নির্বাচনী সহিংসতায় গূরুত্বর আহত মুনছুর আলী বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিহত মুনছুর আলী চালুয়াহাটী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহসভাপতি। তিনি লক্ষণপুর গ্রামের উকিল আহম্মেদের ছেলে। উল্লেখ্য, গত বুধবার রাতে উপজেলার চালুয়াহাটী ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত প্রাথীর নির্বাচনী কার্যালয়ে একই দলীয় বিদ্রোহী প্রার্থী আব্দুল হামিদের কর্মী-সমর্থকরা হামলা চালিয়ে নৌকা মার্কার নির্বাচনী অফিস, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করে। এসময় কয়েকটি বোমা বিষ্ফোরনের ঘটনা ঘটায়। এতে আওয়ামীলীগ প্রার্থী আবুল ইসলামসহ অন্তত: ১৫ জন আহত হয়। আহতদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্য হতে মারাত্মক আহত মুনছুর আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এঘটনায় ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ফজলুর রহমানসহ ১৮ জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করা হয়।