ঢাকামঙ্গলবার , ২২ মার্চ ২০১৬
আজকের সর্বশেষ সবখবর

বোমা বিস্ফোরণ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে মণিরামপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

admin
মার্চ ২২, ২০১৬ ১:০৫ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি :
বোমা বিস্ফোরণ, বাড়ী বাড়ী গিয়ে হুমকি, ভোট কেন্দ্র দখলসহ বিচ্ছিন্ন কিছু অভিযোগের মধ্যে দিয়ে যশোরের মণিরামপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত দলীয় মনোনয়ন ও প্রতীকে প্রথম বারের মত প্রথম ধাপে যশোরের মণিরামপুরে ১৬টি ইউনিয়নে (একটি ইউনিয়ন উচ্চ আদালতের নিষেধাজ্ঞার কারণে ভোট গ্রহন স্থাগিত রয়েছে) উল্লেখিত ঘটনার মধ্যে দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে অধিকাংশ কেন্দ্রেই নারী ভোটারের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়, পুরুষ ভোটারের উপস্থিতি ছিল একেবারেই নগন্য। সরেজমিন, সকাল সাড়ে ৯টার দিকে খাঁনপুর ইউনিয়নের মাসনা মাদরাসা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায় নারী ভোটারের উপস্থিতি ছিল লক্ষ্যনীয় কিন্তু পুরুষ ভোটারের কোন উপস্থিতিই ছিল না। বিভিন্ন ভোট কেন্দ্রে আ’লীগ দলীয় ও বিদ্রোহীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, বিদ্রোহী ও স্বতন্ত্র (জামায়াত) প্রার্থীর কর্মী ও ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাঁধা, বাড়ী বাড়ী গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। খেদাপাড়া ইউনিয়নের আ’লীগের বিদ্রোহী প্রার্থী সরদার মুজিবুর রহমান জানান, আমার কর্মী-ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও ভোট কেন্দ্রে যেতে বাধা দিয়েছে নৌকার প্রার্থীর কর্মীরা। শ্যামকুড়, মশ্মিমনগর ও ঝাঁপা ইউনিয়নের অন্তত: ১০টি কেন্দ্রে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। শ্যামকুড় ইউনিয়নের বিএনপি’র প্রার্থী এস.এম মশিউর রহমান জানান, নৌকার প্রার্থীর লোকেরা বিভিন্ন কেন্দ্র থেকে ভোট কেটে নিয়েছে। একই ধরনের অভিযোগ পাওয়া গেছে মশ্মিমনগর ইউনিয়নের কয়েকটি কেন্দ্রে। নেহালপুর, মনোহরপুর, খানপুর ইউনিয়নে জাল ভোট দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। জাল ভোটের অভিযোগে বালিয়াডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে মনিরুজ্জামান নামের একজনকে আটক করা হয়েছে। সকাল সাড়ে ১১টার দিকে শ্যামকুড় ইউনিয়নের লাউড়ী মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে দুই ইউপি সদস্য প্রার্থীর কর্মী-সমার্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার সৃষ্টি হয়। এসময় অন্তত: ২০-২৫টি বোমার বিস্ফোরণ ঘটে। এদিকে সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি বোমাবাজি হয়েছে খেদাপাড়া ইউনিয়নের কাশিপুর ও দিঘিরপাড় এলাকায় । এ সকল ঘটনায় পুলিশ রাতেই লোকমান হোসেন, কবির হোসেন, মিলন হোসেন, আলাউদ্দীন ও শহিদুল নামের ছয়জনকে আটক করেছে। তবে এসকল ঘটনার মধ্যে দিয়েও প্রায় সকল ভোট কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়, যেখানে পুরুষ ভোটারদের উপস্থিতি ছিল খুবই নগন্য। নারী ভোটারদের উপস্থিতির কারণ জানতে চাইলে নার্গিস বেগম নামের এক নারী ভোটার বলেন, পুরুষ লোকেরা ভোটের মাটে আসলে মারবে, মামলা মকদ্দমা করবে, সেই ভয়তে আসিনি। উপজেলা নির্বাচন অফিসার সৈয়দ আল-ইমরান বলেন, অবাধ, সুষ্ঠ, ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে। বিচ্ছিন্ন দু’একটি ঘটনা ঘটতেই পারে। মনিরামপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) তাহেরুল ইসলাম জানান, দু’ একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।