ঢাকামঙ্গলবার , ২২ মার্চ ২০১৬
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে বেসরকারী ফলাফলে আ’লীগ ১১, বিদ্রোহী ২ ও বিএনপি’র ৩ প্রার্থী নির্বাচিত

admin
মার্চ ২২, ২০১৬ ২:২৯ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি :
যশোরের মণিরামপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৬ টি ইউনিয়নে বেসরকারী ফলাফলে আওয়ামীলীগের ১১, আওয়ামীলীগের বিদ্রোহী ২ ও বিএনপি’র ৩ জন নির্বাচিত হয়েছেন।  নির্বাচিতরা হলেন রোহিতা ইউনিয়নে আনছার আলী সরদার (আ’লীগ), কাশিমনগরে আহাদ আলী (বিএনপি), ভোজগাতী আব্দুর রাজ্জাক (আ’লীগ), ঢাকুৃরিয়ায় দূর্গাপদ সিংহ (আ’লীগ), হরিদাসকাটিতে বিপদ ভঞ্জন পাড়ে (আ’লীগ), মণিরামপুর সদরে নিস্তার ফারুক (বিএনপি), খেদাপাড়ায় সরদার মুজিবর রহমান (আ’লীগ বিদ্রোহী), ঝাঁপায় শামছুল হক মন্টু (আ’লীগ), মশ্বিমনগরে আবুল হোসেন (আ’লীগ), চালুয়াহাটীতে আব্দুল হামিদ সরদার (আ’লীগ বিদ্রোহী), শ্যামকুড়ে মনিরুজ্জমান মনি (আ’লীগ), খানপুরে গাজী মোহাম্মদ আলী (আ’লীগ), দূর্বাডাঙ্গায় সরদার বাহাদুর আলী (আ’লীগ), কুলটিয়ায় শেখর চন্দ্র রায় (আ’লীগ), নেহালপুরে নাজমুস সাদত (বিএনপি) ও মনোহরপুর ইউনিয়নে মশিয়ার রহমান (আ’লীগ)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।