বিশেষ প্রতিনিধি :
যশোরের মণিরামপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৬ টি ইউনিয়নে বেসরকারী ফলাফলে আওয়ামীলীগের ১১, আওয়ামীলীগের বিদ্রোহী ২ ও বিএনপি’র ৩ জন নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন রোহিতা ইউনিয়নে আনছার আলী সরদার (আ’লীগ), কাশিমনগরে আহাদ আলী (বিএনপি), ভোজগাতী আব্দুর রাজ্জাক (আ’লীগ), ঢাকুৃরিয়ায় দূর্গাপদ সিংহ (আ’লীগ), হরিদাসকাটিতে বিপদ ভঞ্জন পাড়ে (আ’লীগ), মণিরামপুর সদরে নিস্তার ফারুক (বিএনপি), খেদাপাড়ায় সরদার মুজিবর রহমান (আ’লীগ বিদ্রোহী), ঝাঁপায় শামছুল হক মন্টু (আ’লীগ), মশ্বিমনগরে আবুল হোসেন (আ’লীগ), চালুয়াহাটীতে আব্দুল হামিদ সরদার (আ’লীগ বিদ্রোহী), শ্যামকুড়ে মনিরুজ্জমান মনি (আ’লীগ), খানপুরে গাজী মোহাম্মদ আলী (আ’লীগ), দূর্বাডাঙ্গায় সরদার বাহাদুর আলী (আ’লীগ), কুলটিয়ায় শেখর চন্দ্র রায় (আ’লীগ), নেহালপুরে নাজমুস সাদত (বিএনপি) ও মনোহরপুর ইউনিয়নে মশিয়ার রহমান (আ’লীগ)।