বিশেষ প্রতিনিধি:
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে যশোরের মণিরামপুরে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পৌরশহরের উপজেলা পরিষদ চত্ত্বরে ঘন্টা ব্যাপাী ‘সত্যসন্ধ’ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়। উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ মানববন্ধনে অংশ নেয়। উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালিত হয়েছে।