বিশেষ প্রতিনিধি :
যশোরের মণিরামপুরে মিলি বিশ্বাস (২০) নামের এক পিতৃহারা কলেজ শিক্ষার্থী মায়ের উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে মণিরামপুর পৌর শহরের ভগবান পাড়ার মৃত মান্দার বিশ্বাসের মেয়ে ও মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজের স্নাতক ২য় বর্ষের ছাত্রী ছিল। প্রতিবেশীরা জানায়, কয়েক বছর আগে তার পিতা মারা যায়। সম্প্রতি মিলির একটি বিবাহের কথা চলছিলো। এরই মধ্যে গত বুধবার তার মা বাড়ি থেকে পালিয়ে যেয়ে অন্যত্র বিয়ে করে। এতে মানসিক ভারসাম্য হারিয়ে পিতৃহারা মিলি বৃহস্পতিবার রাতে নিজের বাড়ীর শয়ন কক্ষের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। এ ব্যাপারে মণিরামপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।