বিশেষ প্রতিনিধি :
মণিরামপুরে অস্ত্র, গুলি ও মাদকসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। রোববার রাতে মণিরামপুর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হলো তফিজুর রহমান, মনিরুজ্জামান, সকুমার কর্মকার, নাজমুল ইসলাম, আব্দুল মজিদ, মনিতোষ কুমার, কাঙ্গাল বিশ্বাস, হাশেম আলী এবং শের আলী। এদের মধ্যে শের আলীর কাছ থেকে একটি পাইপগান ও এক রাউন্ড গুলি এবং আব্দুল মজিদের কাছ থেকে ২০ টি ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বাড়ি উপজেলার শ্যামকুড়, পাড়ালা, চালকিডাঙ্গা, রোহিতা, হাসাযাঙ্গা, হেলাঞ্চী, কাশিপুর ও মণিরামপুর গ্রামে। মণিরামপুর থানার ওসি (তদন্ত) লূৎফুল কবীর জানান, আটককৃতদের নামে মণিরামপুর থানায় মামলা ও গ্রেফতারী পরোয়ানা রয়েছে।