বিশেষ প্রতিনিধি :
যশোরের মণিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সমিতি আয়োজিত সমিতির সদস্য এবং কুলটিয়া ইউনিয়ন ও মনোহরপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান যথাক্রমে শেখর চন্দ্র রায় ও মশিয়ার রহমানের সংবর্ধনা অনুষ্ঠান মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সমিতির সভাপতি নওশের আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু। সমিতির সাধারন সম্পাদক আব্দুল মজিদের পরিচালানায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মণিরামপুর পৌরসভার মেয়র আলহাজ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান। এছাড়াও সমিতির অর্ন্তভুক্ত প্রতিষ্ঠান সমূহের শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।