বিশেষ প্রতিনিধিঃ
মণিরামপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ফজলুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকতা জসিম উদ্দিন, মৎস্য কর্মকর্তা আনোয়ারুল কবীর, সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) আব্দুল আলীম, যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ মোল্যা, হরিদাসকাটি ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান বিপদ ভঞ্জন পাড়ে, ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার কওছার আলী প্রমূখ।