প্রতিবাদ (বিজ্ঞাপন) :
মনিরামপুরের সংবাদ ভিত্তিক প্রথম ও একমাত্র জনপ্রিয় পূর্ণাঙ্গ ওয়েব বেজড অনলাইন পত্রিকা “মণিরামপুর প্রতিদিন” এবং নিয়মিত প্রকাশিত “নিরপেক্ষ বাংলাদেশ” এ মনিরামপুরে যুবলীগ কর্মী রাজু হত্যার ঘটনায় প্রকাশিত সংবাদ আমার দৃষ্টি গোচর হয়েছে। এতে আমাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। কেউ সাংবাদিকদের মিথ্যা ও ভূল তথ্য দিয়ে আমার সন্মান ক্ষুন্ন করার চেষ্টা করছে। প্রকৃত পক্ষে আমি রাজু হত্যার ঘটনাস্থল ওই সংবর্ধনা অনুষ্ঠানেই যায়নি। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
~~~~~~
” রিপন হোসেন ”
চাকলা কাঁঠালতলা,
মণিরামপুর, যশোর।