বিশেষ প্রতিনিধি :
যশোরের মণিরামপুরে বৃহস্পতিবার শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ইউএসএআইডি আয়োজিত উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের খাটুয়াডাঙ্গায় ফিড দ্যা ফিউচার বাংলাদেশ কৃষি উন্নয়ন ত্বরান্বিতকরন কর্মকান্ড এনপিকেএস প্রযুক্তি ব্যবহার সংক্রান্ত উক্ত মাঠ দিবসে স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সুশান্ত কুমার তরফদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইএফডিসি’র কৃষি বিশেষজ্ঞ ড. শাহরুখ আহম্মেদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফরহাদ শরীফ, অনাথ বিশ্বাস, বিএম সিদ্দিকুর রহমান, চাষী ফজলুর রহমান প্রমূখ।