ঢাকারবিবার , ২৪ এপ্রিল ২০১৬
আজকের সর্বশেষ সবখবর

কেশবপুরে নৌকা মাঝি হলেন যারা  

admin
এপ্রিল ২৪, ২০১৬ ৮:১০ পূর্বাহ্ণ
Link Copied!

কেশবপুর প্রতিনিধি :

আগামী ২৮ মে পঞ্চম ধাপে অনুষ্ঠিতব্য সারাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনে যশোরের কেশবপুর উপজেলার ১১ ইউনিয়নে আওয়ামীলীগ দলীয় চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে নৌকা প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অফিস সেক্রেটারি সুজিত কুমার নন্দী এ তথ্য নিশ্চিত করেছেন। উপজেলা ও জেলা কমিটির পাঠানো চেয়ারম্যান প্রার্থীদের তালিকা অনুযায়ী যারা নৌকা প্রতীক বরাদ্দ পেয়েছেন তারা হলেন- ত্রিমোহিনী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনিসুর রহমান, সাগরদাঁড়ি ইউনিয়নে কাজী মুক্ত, মজিদপুর ইউনিয়নে সরোয়ার হোসেন, বিদ্যানন্দকাটি ইউনিয়নে ইব্রাহিম হোসেন, মঙ্গলকোট ইউনিয়নে আব্দুল কাদের, কেশবপুর সদর ইউনিয়নে শাহাদাত হোসেন, পাঁজিয়া ইউনিয়নে মুকুল, সুফলাকাটি ইউনিয়নে আব্দুস সামাদ, গৌরিঘোনা ইউনিয়নে হাবিবুর রহমান হাবিব, হাসানপুর ইউনিয়নে শহিদুজ্জামান শাহিন, সাতবাড়িয়া ইউনিয়নে শামসুদ্দিন । ঘোষিত তফসিল অনুযায়ী চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত সদস্য পদে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ মে, মনোনয়ন পত্র বাছাই হবে ৪ ও ৫ মে এবং মনোনয়ন পত্র প্রত্যাহের শেষ দিন ১২ মে। কেশবপুর উপজেলার ৯টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৮ মে। ইউনিয়ন গুলো হল ১ নং ত্রিমোহিনী, ২ নং সাগরদাঁড়ি, ৩ নং মজিদপুর, ৪ নং বিদ্যানন্দকাটি, ৫ নং মঙ্গলকোট, ৬ নং কেশবপুর সদর ইউনিয়ন, ৭ নং পাঁজিয়া, ৮ নং সুফলাকাটি এবং ৯ নং গৌরীঘোনা ইউনিয়ন পরিষদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।