ঢাকামঙ্গলবার , ৩ মে ২০১৬
আজকের সর্বশেষ সবখবর

আজ মণিরামপুরে সমন্বিত ডিজিটাল ভূমি রেকর্ড ব্যবস্থার উদ্বোধন, বাড়বে সেবা ও রাজস্ব

Tito
মে ৩, ২০১৬ ১২:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি ঃ
আজ মঙ্গলবার যশোরের মনিরামপুরে ‘সমন্বিত ডিজিটাল ভূমি রেকর্ড ব্যবস্থা’ এর শুভ উদ্বোধন। ভূমি মন্ত্রনালয়ের অধীন ইউরোপীয় ইউনিয়নের সহযোগীতায় “স্ট্রেনদিং একসেস টু ল্যান্ড এন্ড প্রোপার্টি রাইটস্ ফর অল সিটিজেনস অব বাংলাদেশ” প্রকল্পের আওতায় ‘সমন্বিত ডিজিটাল ভূমি রেকর্ড ব্যবস্থা’ পাইলট প্রোগ্রামটির উদ্বোধন করবেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন ভূমি সচিব ড. মেসবাহ উল আলম, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মাহাফুজুর রহমান, ভূমি জরিপ ও রেকর্ড অধিদপ্তরের মহাপরিচালক শেখ আব্দুল আহাদ, খুলনা বিভাগীয় কমিশনার আব্দুল সামাদ, ইউরোপীয় ইউনিয়নের মিনিষ্টার কাউন্সিলর মারিও রনকোনি, যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবির, স্থানীয় উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, ইউএনও কামরুল হাসানসহ স্থানীয় রাজনৈতিক, জনপ্রতিনিধি, সরকারী পদস্থ কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। স্থানীয় এসি ল্যান্ড কামরুজ্জামান জানান, সমন্বিত ডিজিটাল ভূমি রেকর্ড ব্যবস্থা ভূমি অফিস, সেটেলমেন্ট ও রেজিষ্ট্রী অফিসের একটি সমন্বিত কার্যক্রম। প্রকল্পটি বাস্তবায়িত হলে একদিকে যেমন ভূমি মালিকানা নিয়ে বিরোধ কমবে, অন্যদিকে প্রশাসনিক দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে। পাশাপাশি সরকারী রাজস্ব বৃদ্ধি পাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।