ঢাকাসোমবার , ১৬ মে ২০১৬
আজকের সর্বশেষ সবখবর

ম‌ণিরামপু‌রে শ্র‌মিকদের সড়ক অব‌রোধে তীব্র যানজট, মামলা প্রত্যাহা‌রের দা‌বি

Tito
মে ১৬, ২০১৬ ২:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধিঃ
সড়ক দুর্ঘটনায় মিশুক-তারেকের মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ আদায়ের মামলা প্রত্যাহারসহ তিন দফা দাবিতে ডাকা ধর্মঘ‌টের প্রথম দি‌নেই রোববার সকাল থেকে ম‌ণিরামপু‌রের য‌শোর-সাতক্ষীরা মহাসড়‌কে সম‌বেত হ‌য়ে পি‌কে‌টিং ক‌রে‌ছে। এসময় পৌরশহ‌রে তীব্র যানজ‌টের সৃ‌ষ্টি হয়। আজ সোমবারও চলছে অবরোধ। ম‌ণিরামপুর থানা পু‌লিশ অব‌রো‌ধে বাঁধা দি‌লেও তা শ্র‌মিক‌দের তো‌পের মূ‌খে ব্যর্থ হয়। এসময় পৌর শহ‌রের গরুহাট মো‌ড়ে এক সং‌ক্ষিপ্ত সমা‌বে‌শে বক্তব্য রা‌খেন য‌শোর জেলা প‌রিবহন শ্র‌মিকলী‌গের সহ সভাপ‌তি বাবুল ক‌রিম বাবলু। শ্র‌মিক নেতা আব্দুল আলীম, জাহাঙ্গীর ইসলাম, আলমগীর হো‌সেন, সবুজ হো‌সেন প্রমূখের নেতৃ‌ত্বে অব‌রোধ পা‌লিত হয়। বক্তারা এসময় ব‌লেন, মানিকগঞ্জ জেলার ঘিওর থানায় ২০১১ সালের ১৩ অগাস্ট সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মনিরসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনায় নিয়মিত মামলা হ‌লেও, তারেক ও মনিরের স্ত্রী ১২ কোটি ৮২ লাখ ৫ হাজার ৪৫২ টাকা ক্ষতিপূরণ দাবি করে আলাদা দুটি মামলা করেন। আবার সিলেট জেলা ও দায়রা জজ আদালতে ক্ষতিপূরণ দাবির আরও একটি মামলা বিচারাধীন আছে। সমা‌বেশ থে‌কে অ‌বিল‌ম্বে উক্ত ক্ষতিপূরণের মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।