ঢাকাশুক্রবার , ১০ জুন ২০১৬
আজকের সর্বশেষ সবখবর

ম‌ণিরামপু‌রে সড়ক দূর্ঘটনায় ডাঃ রিজাউল ইসলাম মারাত্মক আহত

Tito
জুন ১০, ২০১৬ ৮:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

বি‌শেষ প্রতি‌নি‌ধিঃ
মণিরামপু‌রের ডাঃ রিজাউল ইসলাম সড়ক দূর্ঘটনায় মারাত্মক আহত হ‌য়ে য‌শোর মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি র‌য়ে‌ছে। শুক্রবার বেলা বারোটার ‌দি‌কে পৌর শহ‌রের সব‌চে‌য়ে দূর্ঘটনা প্রবণ এলাকা রাজগঞ্জ রো‌ডের জুড়ানপুর কা‌জির মোড় নামক স্থা‌নে তি‌নি মোটর সাই‌কে‌লের নিয়ন্ত্রন হা‌রি‌য়ে গা‌ছের সা‌থে ধাক্কা খে‌য়ে ম‌াথায় মারাত্মক জখম প্রাপ্ত হয়। খবর পে‌য়ে ম‌ণিরামপুর ফায়ার সা‌র্ভি‌সের কর্মীরা তা‌কে উদ্ধার ক‌রে স্থানীয় স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি ক‌রে। প‌রে অবস্থার অবন‌তি হ‌লে তা‌কে য‌শোর মে‌ডি‌কেল ক‌লে‌জে স্থানান্তর করা হয়। সেখা‌নে মাথায় অস্ত্রপাচা‌রের পর অবস্থার‌ উন্ন‌তি হয় ব‌লে তার নিকটাত্মীয়তের দা‌বি। বর্তমা‌নে তি‌নি অ‌নেকটা আশংকামুক্ত র‌য়ে‌ছেন ব‌লে চি‌কিৎসকরা জানান। সে উপ‌জেলার জয়পুর গ্রা‌মের রজব আলী সরদা‌রের ছে‌লে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।