ঢাকাসোমবার , ১৩ অক্টোবর ২০১৪
আজকের সর্বশেষ সবখবর

অধ্যাপক ড. পিয়াস করিমের মরদেহ স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে

admin
অক্টোবর ১৩, ২০১৪ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

20262

বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, টেলিভিশন টক-শোর জনপ্রিয় ব্যক্তিত্ব ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. পিয়াস করিমের মরদেহ স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।। মরহুমের প্রবাসী তিন বোন দেশে ফিরার পর মঙ্গলবার সিদ্ধান্ত নেয়া হবে কবে এবং কোথায় তাকে দাফন করা হবে।
এদিকে,  বুধবার বেলা ১১টায় অধ্যাপক ড. পিয়াস করিমের মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধার জন্য কেন্দ্রিয় শহীদ মিনারে রাখা হবে। একইদিন বাদ জোহর বায়তুল মোকাররমে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। এর আগে সোমবার ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
জানা যায়, ভোর ৫টার দিকে অসুস্থ হয়ে পড়লে ড. পিয়াস করিমকে স্কয়ার হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে ভোর সাড়ে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুর খবরে  ধানমন্ডির ৭ নম্বর রোডের ৩২ নম্বর বাসায় শুভ্যান্যুধায়ীরা ভীড় জমাচ্ছেন। তারা শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানাচ্ছেন।
এদিকে অধ্যাপক ড. পিয়াস করিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সকালে এক বিবৃতিতে বেগম খালেদা জিয়া ড. পিয়াস করিমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন। বিবৃতিতে তিনি বলেন, তার মৃত্যুতে দেশ একজন মেধাবী শিক্ষককে হারিয়েছে। তিনি সব সময় অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।
অধ্যাপক পিয়াস করিমের গ্রামের বাড়ি কুমিল্লায়। তার বাবা এডভোকেট এম এ করিম। বিভিন্ন টেলিভিশন চ্যানেলের আলোচনায় অংশ নিয়ে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে পরিচিতি পান অধ্যাপক ড. পিয়াস করিম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।