ঢাকাশনিবার , ২৫ জুন ২০১৬
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে জামায়াত ও বিএনপি নেতাসহ ১০ জনকে আটক করেছে পুলিশ

Tito
জুন ২৫, ২০১৬ ৩:০১ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি :
মণিরামপুরের ঢাকুরিয়া ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক মাও: দেলোয়ার হোসেন (৪৫) জামিনে মুক্তি পাওয়ার পর আবারও জেলগেট থেকে আটক হয়েছেন। শুক্রবার সন্ধ্যা রাতে মণিরামপুর থানা পুলিশ তাকে জেল গেট থেকে আটক করে থানায় নিয়ে আসেন। দেলোয়ার হোসেন ঢাকুরিয়া বারপাড়া এলাকার মৃত মিকাইল হোসেনের ছেলে। তিনি সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে ঢাকুরিয়া ইউনিয়নে জামায়াতের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ছিলেন। এসময় পুলিশ জেল গেট থেকে বাবর আলী নামের বিএনপি নেতাকে আটক করে। বাবর আলী উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের কোনাকোলা গ্রামের লেদু গাজীর ছেলে। অপরদিকে ইয়াবাসহ কামাল হোসেন (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা রাতে পুলিশ উপজেলার কামালপুর সুইচগেট সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে। কামাল ওই এলাকার বিলায়েত হোসেনের ছেলে। এসময় ২২ পিস ইয়াবা উদ্ধার হয়েছে বলে পুলিশ জানায়। এছাড়াও ইলিয়াস হোসেন, ফরিদুল ইসলাম, অপু মল্লিক, ফরিদ হোসেন, মুরাদ হোসেন, কামাল হোসেন ও রবিউল ইসলামকে আটক করেছে পুলিশ। তাদের বাড়ি উপজেলার পারখাজুরা, জয়পুর, ঢাকুরিয়া, চান্দুয়া, কাশিমনগর ও মাসনা গ্রামে। পুলিশ জানায় আটককৃতদের নামে থানায় গ্রেফতারী পরোয়ানাসহ নাশকতার অবিযোগ রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।