ঢাকামঙ্গলবার , ১৪ অক্টোবর ২০১৪
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়া পিয়াস করিমের বাসায়

admin
অক্টোবর ১৪, ২০১৪ ৯:২২ পূর্বাহ্ণ
Link Copied!

20408ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. পিয়াস করিমের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে সোমবার রাত ১০টার দিকে মরহুমের বাসায় যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পিয়াস করিমের ধানমন্ডির ৭ নম্বর রোডের ৩২ নম্বর বাড়িতে খালেদার যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান।
তারা জানান, খালেদা জিয়া মরহুমের শোকসন্তপ্ত পরিবারকে সান্তনা দিতে সোমবার রাত ১০টা থেকে ১০টা ৩৫ মিনিট পর্যন্ত ড. পিয়াস করিমের ধানমন্ডির বাসায় অবস্থান করেন। এ সময় তিনি মরহুমের স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. আমেনা মহসিন, একমাত্র সন্তান দ্রাবিড় করিম, মরহুমের ছোট ভাই জহির করিমসহ (লোটাস করিম) পরিবারের অন্যান্যদের সান্ত্বনা দেন।
পিয়াস করিমের ছোটভাই জহির করিম জানান, তাদের তিন বোন যুক্তরাষ্ট্র, কানাডা ও ভারতে থাকেন। তারা দেশে আসলে কোথায় ও কবে দাফন করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হোসেন, আবদুল আউয়াল মিন্টু, সাবিহউদ্দীন আহমেদ, ঢাকা জেলা বিএনপির সভাপতি এমএ মান্নান, যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন-নবী খান সোহেল, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমউদ্দিন আলম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ খান খোকন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সফু।
এ ছাড়া ২০ দলীয় জোট শরীকদের মধ্যে জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তুজা, জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান প্রমুখ খালেদা জিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন।
এ ছাড়া এ সময় জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজও ছিলেন।
প্রসঙ্গত, সোমবার শেষরাতের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ভোর ৫টার দিকে ড. পিয়াস করিমকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ স্কয়ার হাসপাতালের হিমঘরে রয়েছে।
এর আগে, বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক ড. পিয়াস করিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দেশের বিশিষ্ট ব্যক্তি ও সংগঠন।
পিয়াস করিমের মৃত্যুর খবর শুনে তার বাসায় ভিড় জমান বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ। দুপুরে তার বাসায় যান আইনমন্ত্রী আনিসুল হক। এর আগে সকালেই তার বাসায় যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নিউ এজ সম্পাদক নুরুল কবির, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, কলামিস্ট ফরহাদ মজহার, আইনজীবী ড. তুহিন মালিক, সারা ইসলাম, বিশিষ্ট লালন সঙ্গীতশিল্পী ফরিদা পারভীন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু, এ জেড এম জাহিদ হোসেন, মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব-উন-নবী খান সোহেল, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু, চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।