ঢাকাবৃহস্পতিবার , ১৪ জুলাই ২০১৬
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে ২৯ বছর পর মায়ের হত্যার বিচার চেয়ে পিতার বিরুদ্ধে ছেলের মামলা

Tito
জুলাই ১৪, ২০১৬ ২:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি ঃ
দীর্ঘ ২৯ বছর পর মায়ের হত্যার বিচার চেয়ে পিতার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন মনিরামপুরের রঘুনাথ বসু নামের এক যুবক। সে উপজেলার নেহালপুর গ্রামের দিলীপ বসুর ছেলে। রোববার যশোরের জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে তিনি মামলাটি দায়ের করেন।
মামলার বিবরনে জানাযায়, ২৯ বছর পূর্বে ১৯৮৭ সালের ৮ জুন উপজেলার নেহালপুর গ্রামের দিলীপ বসু তার স্ত্রী অঞ্জলী রানীকে পরকীয়ায় বাঁধা দেওয়ায় পিটিয়ে হত্যার পর মূখে বিষ ঢেলে দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেয়। ওই সময় প্রত্যক্ষদর্শী তাদের একমাত্র ছেলে রঘুনাথ বসু মায়ের চিৎকার শুনে ছুটে আসলেও বাঁচাতে পারেনি গর্ভধারীনিকে। শিশু রঘু মায়ের হত্যার কথা সেদিন স্থানীয় চেয়ারম্যানসহ বিভিন্ন ব্যক্তির নিকট বললে তাকে মারধর করে বাবা দিলীপ বসু ও তার কথিত পরকীয়া প্রেমিকা দূর্গা রানী বসু। এক পর্যায় তাকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর সে পার্শ্ববর্তী কেশবপুর উপজেলার চালিতাবাড়িয়া গ্রামের এক মামার বাড়িতে আশ্রয় নেয়। ২৯ বছর পর স্বাক্ষ্য প্রমান জোগাড় করে তিনি মামলা দায়ের করেছেন বলে জানান। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) যশোর শাখাকে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।