ঢাকাশনিবার , ১৬ জুলাই ২০১৬
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে ট্রাক চাপায় বৃদ্ধের মৃত্যু, ঘাতক ট্রাক আটক

Tito
জুলাই ১৬, ২০১৬ ৯:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি :
মণিরামপুরে দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে এক সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।  শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে যশোর-সাতক্ষীরা সড়কের চিনাটোলা বাজার সংলগ্ন এলাকায় এঘটনা ঘটে। নিহতের নাম চাঁদ আলী (৬৫)। সে উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের রতনদিয়া গ্রামের মৃত অমেদ আলী দফাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় চিনাটোলা বাজার থেকে বাই-সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন চাঁদ আলী। পথিমধ্যে সাতক্ষীরা গামী একটি পণ্য বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৫৯৭৭) পিছন থেকে তাকে ধাক্কা দিলে চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।