ঢাকাশনিবার , ১৬ জুলাই ২০১৬
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ১২ ব্যবসা প্রতিষ্ঠান ভষ্মিভূত, ২৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি

Tito
জুলাই ১৬, ২০১৬ ১০:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি :
মণিরামপুরের প্রাচীনতম পাড়দিয়া বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিটে সৃষ্ট আগুন মুদি দোকানসহ ১২ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ভষ্মিভূত হয়েছে। শণিবার ভোর সাড়ে ৫ টার দিকে উপজেলার পাঁড়দিয়া বাজারে এঘটনা ঘটে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা হলেন, আবু সাইদ, সোহরাব আলী, জুলফিকার আলী, আব্দুল মালেক খাঁ, আকরাম হোসেন, আশরাফ আলী, নজরুল ইসলাম, হাফিজুর রহমান, আব্দুল মালেক, আতাউর রহমান, হাবিবুর রহমান ও আইয়ুুব আলী। স্থানীয়দের প্রচেষ্টায় প্রায় এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আসে। খবর পেয়ে সকাল সাড়ে ৯ টার দিকে মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান ও উপজেলা প্রকল্প কর্মকর্তা লুৎফর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান জানান, ক্ষতিগ্রস্থদেরকে আর্থিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে তালিকা করে জেলা প্রশাসক মহোদয় বরাবর প্রেরণ করা হচ্ছে। ব্যবসায়ীরা জানান, এ অগ্নিকান্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি সাধিত হয়েছে। এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে পাড়দিয়া যাওয়ার সময় মণিরামপুর ফায়ার স্টেশনের একটি গাড়ি পণ্যবাহী ট্রাকের সাথে ধাক্কা লেগে উল্টে খাদে পড়ে দুই ফায়ারম্যান ও চালকসহ মোট তিন জন মারাত্মক আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৬ টার দিকে কেশবপুরের মধ্যকুল নামক স্থানে এঘটনা ঘটে। আহত তিনজনকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, ফায়ারম্যান আব্দুস সালাম ও বাছির হোসেন এবং গাড়ি চালক পদিয়ার রহমান। মণিরামপুর ফায়ার স্টেশনের ইনচার্জ শরিফুল ইসলাম জানান, শণিবার সকালে ভোরে কেশবপুরের পাঁজিয়া বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের খবর পেয়ে একটি টিম সেখানে যায়। এর পরপরই খবর আসে মণিরামপুরের পাঁড়দিয়া বাজারে আগুন লেগেছে। সেই খবর পেয়ে দ্রুত ফেরার পথে মধ্যকুল নামক স্থানে দ্রুতগামী একটি ট্রাকের সাথে তাদের একটি গাড়ি ধাক্কা লেগে পুকুরে পড়ে যায়। এসময় চালকসহ তিনজন আহত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।